দিনের শুরুতে দোয়াটি শুধু একবার পড়ুন সফলতা পায়ে লুটিয়ে পড়বে ইনশাআল্লাহ


দোয়াটি শুধু একবার পড়ুন সফলতা পায়ে লুটিয়ে পড়বে

সম্মানিত পাঠক আল্লাহর অশেষ রহমতে আজ আমি আপনাদের জন্য হাদিস শরীফ থেকে এমন একটি দোয়া নিয়ে হাজির হয়েছি যে দোয়াটি প্রিয় নবী করীম (সাঃ) পাঠ করতেন। এই দোয়াটি যদি আপনি একবার পড়ে নেন তাহলে সব সফলতা আপনার কাছেই ধরা দিবে ইনশাআল্লাহ।


আপনি দিনের শুরুতে অথবা কোনো কাজের বের হবার পূর্বে এই দোয়াটি পড়ে বের হবেন তাহলে ইনশাআল্লাহ আপনার যেকোনো নেক ইচ্ছা পূরণ করে দিবেন। এই দোয়াটি তিরমিজি শরীফের ৩৪৮২ নাম্বার হাদিসে এসেছে, আবু দাউদ ১৫৪৯, নাসাঈ শরীফের ৫৪৭০ নাম্বার হাদিসে এবং মুসনাদে আহমেদের ৬৫৬১ নাম্বার হাদিস সহ আরো অন্যান্য কিতাবে এসেছে।


এবার আসুন আমরা দোয়াটি জেনে নেই।

 

অর্থঃ হে আল্লাহ! আমি আপনার কাছে পানাহ চাই এমন হৃদয় থেকে যা বিনীত নয়,এমন দু’আ থেকে যা কবুল হয় না, এমন প্রাণ থেকে যা পরিতৃপ্ত হয় না এমন ইলিম থেকে যা উপকার করে না। আমি আপনার কাছে এই চারটি থেকে পানাহ চাই।


হজরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলে পাক (সাঃ) ( এই দু’আয়) বলতেনঃ সহীহ, তা’লীকুর রাগীব ১/৭৫-৭৬,সহীহ আবু দাউদ ১৩৮৪-১৩৮৫, তিরমিজি হাদিস নাম্বারঃ৩৪৮২ [ আল মাদানী প্রকাশনী]


হজরত জায়িদ বিন আরকাম (রাঃ) থেকেও উক্ত দোয়াটি বর্ণিত হয়েছে যে, রাসূলে পাক (সাঃ) এই দোয়াটি পাঠ করতেন। গ্রন্হসূত্র – বিয়াদৃুস সালেহীনঃ হাদিস নং – ১৪৭৯, অধ্যায় -১৬ ( কিতাবুত দাওয়াত), অনুচ্ছেদ -২৫০ ( দোয়ার বর্ননা) ,পৃষ্ঠা নং ৬৫৮)


সুপ্রিয় পাঠক দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা যেকোনো কাজের শুরুতে বা দিনের শুরুতে দোয়াটি পড়ে নিবো তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মনের আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ।

Post a Comment

0 Comments