Redmi 20X – সম্ভব্য স্পেসিফিকেশন্স

 


গত বছরের ধারা অব্যাহত রেখে ২০২১ সালেও শাওমির সাব-ব্র‍্যান্ড রেডমি চীনের বাজারে একের পর এক স্মার্টফোন রিলিজ করেই চলেছে। বেশ কিছুদিন ধরে রেডমি গেমিং ফোনের সংবাদে চীনা সোশ্যাল মিডিয়া সরগরম থাকার মধ্যেই ইতিমধ্যে গতবছর লঞ্চ হওয়া Redmi 10X এর উত্তরসূরী Redmi 20X আনার ঘোষণা এসেছে রেডমি এর পক্ষ থেকে। চীনা  মিডিয়া প্লাটফর্ম ওয়েইবো’তে আসন্ন Redmi 20X এর পোস্টার উন্মোচন করেছে কোম্পানি। চলতি মাসেই বাজারে আসতে চলেছে এই ফোনটি।

টিজিং পোস্টারে দেখা যায়, Redmi 20X এর চারটি কালার ভ্যারিয়েন্ট বাজারে নিয়ে আসবে (সাদা, কালো, নীল ও সবুজ) থাকবে। এর পাশাপাশি আপকামিং Redmi 20X ফোনটি হতে চলেছে একটি ৫জি এনাবল ডিভাইজ। জনপ্রিয় টিপ্সটার ‘ডিজিটাল চ্যাট স্টেশন’ জানিয়েছে, Redmi 20X এর বেস ভ্যারিয়েন্ট ৪/১২৮ জিবি এর দাম নির্ধারণ করা হতে পারে ৯৯৯ চাইনিজ ইউয়ান যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৩ হাজার টাকার কাছাকাছি। Xiaomiui নামক এক ওয়েবসাইট এর রিপোর্টে বলা হয়, এটি হতে চলেছে Redmi Note 10 এর রিব্রান্ডেড ভার্সন।

গত বছরের ধারা অব্যাহত রেখে ২০২১ সালেও শাওমির সাব-ব্র‍্যান্ড রেডমি চীনের বাজারে একের পর এক স্মার্টফোন রিলিজ করেই চলেছে। বেশ কিছুদিন ধরে রেডমি গেমিং ফোনের সংবাদে চীনা সোশ্যাল মিডিয়া সরগরম থাকার মধ্যেই ইতিমধ্যে গতবছর লঞ্চ হওয়া Redmi 10X এর উত্তরসূরী Redmi 20X আনার ঘোষণা এসেছে রেডমি এর পক্ষ থেকে। চীনা  মিডিয়া প্লাটফর্ম ওয়েইবো’তে আসন্ন Redmi 20X এর পোস্টার উন্মোচন করেছে কোম্পানি। চলতি মাসেই বাজারে আসতে চলেছে এই ফোনটি।

টিজিং পোস্টারে দেখা যায়, Redmi 20X এর চারটি কালার ভ্যারিয়েন্ট বাজারে নিয়ে আসবে (সাদা, কালো, নীল ও সবুজ) থাকবে। এর পাশাপাশি আপকামিং Redmi 20X ফোনটি হতে চলেছে একটি ৫জি এনাবল ডিভাইজ। জনপ্রিয় টিপ্সটার ‘ডিজিটাল চ্যাট স্টেশন’ জানিয়েছে, Redmi 20X এর বেস ভ্যারিয়েন্ট ৪/১২৮ জিবি এর দাম নির্ধারণ করা হতে পারে ৯৯৯ চাইনিজ ইউয়ান যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৩ হাজার টাকার কাছাকাছি। Xiaomiui নামক এক ওয়েবসাইট এর রিপোর্টে বলা হয়, এটি হতে চলেছে Redmi Note 10 এর রিব্রান্ডেড ভার্সন।

Daraz Ad
ADVERTISEMENT

Redmi 20X – সম্ভব্য স্পেসিফিকেশন্স

  • ৬.৫ ইঞ্চি, আইপিএস এলসিডি ডিসপ্লে
  • ৯০ হার্জ রিফ্রেশ রেট
  • ফুল এইচডি প্লাস রেজ্যুলেশন
  • মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট
  • ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা
  • ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ৫,০০০ এমএএইচ ব্যাটারী
  • ১৮ ওয়াট ফাস্ট চার্জিং
  • অ্যান্ড্রয়েড ১১ + এম‌আইইউ‌আই ১২
  • সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট

বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব 🙂

Post a Comment

0 Comments