bKash এ্যাপে সেন্ড মানিতে ১০ টাকা ক্যাশ ব্যাক | জলদি নিয়ে নিন


বিকাশ এ্যাপ সারপ্রাইজ অফারে পাচ্ছেন এবার ৫৫০ টাকা সেন্ড মানি করলে ১০ টাকা নিশ্চিত ক্যাশ ব্যাক।

যেকোনো বিকাশ নাম্বারে সেন্ড মানি করলেই আপনি ক্যাশ ব্যাক পেয়ে যাবেন।

অফারটি শুধু মাত্র এ্যাপ ইউজারদের জন্য। USSD ব্যবহার করে সেন্ড করলে অফারের আওতাভুক্ত হবেনা।

– অফারটি একজন গ্রাহক এক বার নিতে পারবে।

– ২ আগস্ট সারাদিন চলবে অফারটি।

– ক্যাশব্যাক পরবর্তী কার্য দিবসের মধ্যে পেয়ে যাবেন।

তাই যতদ্রুত সম্ভব অফারটি লুফে নিন বিকাশ এ্যাপ থেকে।

অনেকে আবার ক্যাশ ব্যাক সাথে সাথে না পেয়ে চিন্তায় পড়ে যান। বিকাশের এই ক্যাশব্যাক ইন্সটান্ট পাঠিয়ে দেয় আবার অনেক সময় ২৪ ঘন্টা পর্যন্ত সময় নেই। অফারের জন্য আপনার একাউন্ট উপযুক্ত হলে আপনি পেয়ে যাবেন। চিন্তার কিছু নেই।

ধন্যবাদ সাথে থাকবার জন্য।

Post a Comment

0 Comments