বাংলালিংক ফ্রি মেগাবাইট অফার ২০২১


আসসালামু আলাইকুম। অনেকদিন পর হাজির হলাম বাংলালিংকের একটি ফ্রি অফার নিয়ে । সংক্ষেপে আপনাদের কে জানিয়ে দিচ্ছি। অফারের বিস্তারিত স্ক্রিনশটেই দেখতে পাচ্ছেন। ফ্রি ইন্টারনেট অফারটি পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

(অফারটি শুধুমাত্র যাদের স্মার্টফোন বা এন্ড্রয়েড ফোন আছে, এবং mybl অ্যাপ ইন্সটল করার পর একটি মেসেজ app এর উপরে থাকবে তারাই পাবেন)

১) প্লে স্টোর থেকে মাই বাংলালিংক অ্যাপটি ডাউনলোড করে নিন।

২) নিচের স্ক্রীনশটএর মত অপশন পাবেন refer now নামে। সেখানে ক্লিক করুন।

৩) উক্ত বাটনে ক্লিক করার পর নিচের স্ক্রীনশটএর মত একটি ফাঁকা জায়গা আসবে যেখানে আপনি একটি রেফার কোড বসাতে। আমার রেফার কোড হল: 721B90AF

৪) আপনি আমার রেফারেল কোডটি উক্ত স্থানে বসালে আপনিও মেগাবাইট পাবেন আমিও পাব। এবার আপনিও সেম ভাবে আপনার এই কোডটি আপনার বন্ধুদের সাথে এটি শেয়ার করতে পারেন মাই বাংলালিংক অ্যাপ এর উপরে থাকবে, যেখানে 721B90AF বসাচ্ছেন তার একটু উপরে তখন তারাও পাবে আপনিও পাবেন।

Post a Comment

0 Comments