সুরক্ষাতে পাসপোর্ট দ্বারা নিবন্ধনকৃত টিকা কার্ড ডাউনলোড প্রক্রিয়া!


পৃথিবী জুড়ে প্রায় দুই বছর যাবৎ করোনা মহামারী চলতেছে। যার ফলে জনজীবন হুমকির মুখে পড়েছে। ইতিমধ্যে পুরো পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীদের প্রচেষ্টায় করোনা মহামারীকে নির্মূল করার জন্য ভ্যাকসিন এর আবিষ্কার বা আবির্ভাব হয়েছে। তাই এখন প্রত্যেকটি দেশেই চেষ্টা করতেছে ভ্যাকসিন গ্রহণ করার মাধ্যমে করোনা মহামারী থেকে নিজেকে সুরক্ষিত রাখতে। তো আমাদের দেশেও বর্তমানে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যার কার্যসম্পাদন সুরক্ষা নামক একটি সাইট বা অ্যাপের সাহায্যে নিবন্ধন পদ্ধতিতে করা হচ্ছে। তো এখানে দেশে বসবাসকারী সাধারণ নাগরিকদের পাশাপাশি বিদেশগামী বা বিদেশে যারা রয়েছেন, তাদের জন্য আলাদা করে নিবন্ধনের পদ্ধতি রাখা হয়েছে।
এখানে দেশে বসবাসকারী সাধারণ নাগরিকদের ন্যাশনাল আইডি কার্ড এর মাধ্যমে নিবন্ধন করতে হয়। আর যারা বিদেশগামী বা বিদেশে রয়েছেন, তাদের পাসপোর্ট এর মাধ্যমে নিবন্ধন করতে হয়। নিবন্ধন করার পর টিকা কার্ড সংগ্রহ বা ডাউনলোড করতে হয়। যা দিয়ে পরবর্তীতে টিকা কেন্দ্রে গিয়ে সেখানে কর্তব্যরত কর্মকর্তাদের দেখিয়ে টিকা গ্রহণ করতে হয়।
তো সুরক্ষা সাইট বা অ্যাপটি এমনভাবে ডেভেলপ করা হয়েছে। যার ফলে টিকা কার্ড ডাউনলোড করতে গেলে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যেগুলো নিবন্ধন করা হয়েছে। সেগুলো সহজে করা যায়। কিন্তু পাসপোর্ট দিয়ে যেগুলো নিবন্ধন করা হয়েছে সেগুলো ডাউনলোড করার অপশন খুজে পাওয়া যায় না। কারণ আপনারা উপরের স্ক্রিনশটটি দেখলেই বুঝবেন। দেখুন এখানে “টিকা কার্ড ডাউনলোড (পাসপোর্টধারী বাংলাদেশি এবং বিদেশি নাগরিক)” এখানে এর নিচে বিস্তারিত লেখার মধ্যে বলা আছে যে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে যাচাই করে টিকা কার্ড ডাউনলোড করার অপশন। কিন্তু পাসপোর্ট দিয়ে অপশন নেই। অবশ্যক অপশন এখানে আছে। তবে তারা এমনভাবে ডেভেলপ করেছে বা অপশন রেখেছে যা সাধারণভাবে বুঝার কোনো উপায় নাই।
তাই যারা এই বিষয়টি নিয়ে সমস্যায় পড়েছেন, তাদেরকে উক্ত সমস্যার সমাধান দেওয়ার জন্যই আমার আজকের এই টিউটোরিয়াল।

Post a Comment

0 Comments