নিজেদের নির্বাচন কমিশন তৈরির কথা ‘ভাবছে’ ফেইসবুক


নিয়ম লঙ্ঘন করছে এমন বিশ্ব নেতা ও রাজনীতিবিদদের কীভাবে সামলাতে হবে, তা নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে হিমশিম খেয়েছে মার্কিন সামাজিক মাধ্যমগুলো।


বড় মাপের সিদ্ধান্ত নিতে এর আগেও বাহ্যিক দল গঠন করেছে ফেইসবুক। ২০১৮ সালেই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে ‘ওভারসাইট বোর্ড’। এ বোর্ডের প্যানেলে রয়েছেন শিক্ষাবিদ, নীতি বিশেষজ্ঞ এবং সাবেক রাজনীতিবিদরা। ফেইসবুক নিজ প্ল্যাটফর্ম থেকে কোনো কনটেন্ট মুছে দিয়ে ঠিক করেছে কি না, তা নিয়ে বড় বিতর্ক তৈরি হলে বিষয়টি যাচাই করে থাকে বোর্ড।


যেমন- সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সহিংসতায় ইন্ধন যোগানোর অভিযোগে নিজ প্ল্যাটফর্মে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে ফেইসবুক। পরে এ বছরের মে মাসে ফেইসবুকের ওই সিদ্ধান্ত ঠিক আছে বলে রায় দেয় ওভারসাইট বোর্ড। কিন্তু পাশাপাশি জানায়, ট্রাম্পকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে ভুল করেছে প্রতিষ্ঠানটি।

Post a Comment

0 Comments