বর্তমানে অনেকেই Telegram Use করছেন, এই Telegram এর বিভিন্ন BOT নিয়ে আলোচনা করে থাকি সবসময়। আজকে
Telegram সম্পর্কে কিছু অদভূত ব্যাপার Share করব।
প্রথমত যে factটি নিয়ে আলোচনা করব তা হল “Admins_limit ” 

Telegram এ অনেক Community যখন Grow করে তখন আর ঐ Group এ Admin একা থাকেন না, আর কিছু Admin নিযুক্ত করেন। তবে এই Admin যুক্ত করণে কিছু Limit রয়েছে, যা অনেকেই জানি না। তা হল একটা Telegram Group-এ 50জন Admin নিযুক্ত করা যাবে শুধুমাত্র।
দ্বিতীয়ত যে factটি নিয়ে আলোচনা করব তা হল “Channel_Bot_Limitation” নিয়ে 

Telegram Group এ যেমন Admin Limitation আছে তেমনি রয়েছে Bot Limitation। অর্থাৎ আপনি যতরতত্রভাবে BOT Add করতে পারবেন না একটা Group এ। Telegram Group এ BOT Add করার Limit হল একটা Group এ Maximum 20টি BOT Add করা যাবে।


0 Comments