জাভা ইউজাররা অপেরা মিনি থেকে এস এম এস করার গোপন ট্রিক শিখে নিন


আস্সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন।
আপনারা হয়তো আমার পোষ্টের টাইটেল দেখেই বুঝে গেছেন আজ কি নিয়ে পোষ্ট করবো।
আমার আজকের পোষ্ট
হলো – অপেরা মিনি ব্রাউজিং করতে
করতে sms পাঠাবেন কি ভাবে।
আমরা যখন নেটে থাকি তখন যদি আপনার প্রিয় মানুষ এস এম এস করে তখন । অনেক সময় সমস্যা হয় যে নেট
থেকে বের হওয়া যাবে
না, কিংবা ডাউনলোড
হচ্ছে । এমন সময় তাকে
SMS দিতে হবে তখন কি

করবেন । চিন্তার কারন নাই
আজকে আমি এইটাই
শিখাবো । এটা
Opara mini 4.21,opara mini 4.20 & bangobandhu brower
বগুলোতেই কাজ করবে ।
** প্রথমে অপেরা**
মিনিতে প্রবেশ করেন ।
Menu তে ।ক্লিক করেন,
Tools এ যান এবং সবার
নিচে Help অপশনটিতে যান

Menu >> Tools >> Help এবার
Screenshots ফলো করেন।




যেভাবে দেখানো
হয়েছে, ঐ ভাবেই কাজ
করেন । ইনশাআল্লাহ 100% কাজ হবে।
তো আজকের পোষ্ট এইখানে শেষ।

Post a Comment

0 Comments