বাজারে নতুন একটি ট্যাবলেট আনার আভাস দিয়েছে নোকিয়া। গতকাল ফিনল্যান্ডভিত্তিক স্মার্টফোন কোম্পানিটির টুইটার অ্যাকাউন্ট নোকিয়া মোবাইলে এ নিয়ে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। সেখানে তাদের জনপ্রিয় একটি ফিচার ফোনের সঙ্গে ট্যাবলেটের ছবি শেয়ার করা হয়েছে।
গত সপ্তাহে নোকিয়া এক ঘোষণায় জানায়, আগামী ৬ অক্টোবর তারা বেশ কয়েকটি পণ্য উন্মোচন করতে যাচ্ছে। এ ধারাবাহিকতায় গতকাল একটি টুইটে নোকিয়ার ক্যাপশন ছিল এমন—নোকিয়া ফোনের কাছে আপনাদের প্রত্যাশার আরেকটি পণ্য হলো ট্যাবলেট। আসছে আগামী ৬ অক্টোবর।
টুইটার পোস্টটির সঙ্গে একটি ছবি যুক্ত করা হয়েছে। একটি হচ্ছে ২০১৭ সালে বাজারে আসা নোকিয়া ৩৩১০ ফিচার ফোন এবং অন্যটি সম্ভাব্য ট্যাবলেটের একাংশের ছবি।
ট্যাবলেটের নকশার একাংশ বাদে তা নিয়ে বেশি কিছু প্রকাশ করেনি নোকিয়া। যতটুকু মনে হচ্ছে স্লিম ডিজাইনের ট্যাবলেট হতে যাচ্ছে সেটি। নোকিয়া টি২০ হিসেবে ট্যাবলেটটি বাজারে আসতে যাচ্ছে। ১০ দশমিক ৩৬ ইঞ্চির ডিসপ্লের সঙ্গে এতে থাকছে ইউনিক প্রসেসর। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের ট্যাবটিতে ১০ ওয়াটের চার্জিং সুবিধা থাকছে।
0 Comments