আমার গত পোস্টে অনেকে উপকৃত হয়েছেন. কিন্তু সেখান থেকে পাওয়া বাংলালিংক ফ্রি মেগাবাইট উঠানোর প্রক্রিয়া টা একটু কঠিন আছে, সেজন্য এই পোস্টটি করা. মেগাবাইট গুলো ব্যালেন্স নিতে পারলে আপনি সহজে সব ব্যবহার করতে পারবেন ——– কথা না বাড়িয়ে শুরু করি.
অফারটি পাওয়ার জন্য MY BL অ্যাপস এ থাকা এরকম REFER NOW তে ক্লিক করুন.
এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে আপনার কতগুলো রেফারাল যুক্ত হয়েছে- সেখানে থাকা Refferal History অথবা CLAIM MY REWARDS যেকোনো এক জায়গাতে ক্লিক করুন.
এখানে আপনারা সমস্ত রেফারাল করা তালিকা গুলো দেখতে পাবেন. প্রত্যেকটা REFFERRAL = 500 MB করে পাবেন এবং তার ডান পাশে লেখা COLLECT এ ক্লিক করে আপনি মেগাবাইট গুলো নিতে পারবেন তিনি কারও সঙ্গে কংগ্রাচুলেশন Congratulation.
অতঃপর আপনার MYBL বাংলালিনক সফটওয়্যার এর হোমপেজে গেলে নিচের মত আপনার দেওয়া 500 মেগাবাইট দেখতে পারবেন এবং USE করতে পারবেন Holytune, iQA ইত্যাদি ও দেখতে পারবেন. প্রতি 500 মেগাবাইট এর মেয়াদ থাকবে 4 দিন করে এবং আপনি ইচ্ছা করলে তা 6 মাস ধরে নিতে পারবেন, আবার একদিনে সবগুলো নিতে পারবেন.
0 Comments