প্রিয় পাঠক,
আসসালামু আলাইকুম।
আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি যে বোরাক সার্ভিসেস লিমিটেড সমগ্র বাংলাদেশীদের জন্য একটি ডিজিটাল সুপার প্লাটফর্ম নিয়ে এসেছে যেটার ব্র্যান্ড নাম দ্যা বোরাক বা TheBorak
দ্যা বোরাক প্লাটফর্ম ব্যবহার করে আপনি সহজেই কাঙ্খিত সেবা নিতে ও দিতে পারেন।
দ্যা বোরাক প্লাটফর্ম প্রধানত তিন ধরণের সেবা প্রদান করে:
১. ট্রান্সপোর্ট: রাইড শেয়ারিং, ট্রাক ভাড়া, অ্যাম্বুলেন্স বুকিং থেকে শুরু করে সকল ধরণের সংশ্লিষ্ট সেবা।
২. একক সার্ভিস: ইলেক্ট্রিশিয়ান, কাঠ মিস্ত্রি থেকে শুরু করে সকল ধরণের সেবা সমূহ আপনি দ্যা বোরাক প্লাটফর্ম থেকেই মুঠোফোনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন।
৩. ই – কমার্স: যেকোনো ধরণের পণ্য কেনা বেচা থেকে শুরু করে হোম ডেলিভারি সংক্রান্ত সকল ধরণের সেবা।
১) সাধারণ ব্যবহারকারী (The Borak
) কি সুবিধা পাবে? (সেবা গ্রহীতা)
তো এই অ্যাপ ব্যবহার করে কি কি সুবিধা পাবেন সেটা তো জানতে পারলেন এবার চলুন আর একটি মজাদার সুবিধা জানাই! যেটার মাধ্যমে আপনি চাইলে ইনকাম ও করতে পারবেন।
তো এই অ্যাপে মূলত আপনি চাইলে আপনার ফ্রেন্ডদের কে রেফার করেও ইনকাম করতে পারেন! আর আপনার যদি দশটি সিম থাকে তাহলে নিজে নিজেই ১০০ টাকা একদম ফ্রিতে বিকাশ রকেট কিংবা মোবাইল রিচার্জ নিয়ে নিতে পারেন।
এই অ্যাপে মূলত প্রতি রেফারে ১০ টাকা করে পাবেন আপনি এবং আপনার ফ্রেন্ড (এভাবে আপনি যত খুশি রেফার করতে পারবেন)
তার মানে হচ্ছে আপনার যদি দশটি সিম থাকে তাহলে দশটি সিম রেজিস্ট্রেশন করে নিজের রেফারেল কোড ইউজ করলে ১০০ টাকা পেয়ে গেলেন।
তো চলুন এবার একটি অ্যাকাউন্ট খুলে ফেলা যাক!
তো প্রথমে গুগল প্লে স্টোর থেকে The Borak BETA অ্যাপটি ডাউনলোড করে নিন অথবা https://play.google.com/store/apps/details?id=com.theborak.user এই লিংকে ক্লিক করে।
এবার অ্যাপ টি ওপেন করুন!
অ্যাপটি ওপেন করার পর (শুরু করুন )এই বাটনে ক্লিক করুন।

এবার (সাইন আপ বাটনে ক্লিক করুন)

তারপর আপনার ফোনের মধ্যে থাকা সিমটির নাম্বার দিন এবং (চালিয়ে যান) বাটনে ক্লিক করুন।

এবার একটু অপেক্ষা করলে দেখতে পারবেন আপনার নাম্বারে ( ছয় সংখ্যার কোড গেছে) ওই কোডটি বক্সে বসিয়ে (যাচাই করুন) বাটনে ক্লিক করুন।

এবার আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, লিঙ্গ, পাসওয়ার্ড, দেশ, এরিয়া, এবং
6CADF7
এই রেফারেল কোডটি দিয়ে (নিবন্ধন) করে ফেলুন।

আরেকটি কথা বলে দিই আপনি যদি রেফারেল কোড ব্যবহার না করেন তাহলে আপনার রেফারেল কোড পাবেন না।
সে ক্ষেত্রে আপনি কিন্তু রেফার করতেও পারবেন না কাউকে। তাই আমার হোক আর যে কারোর একটি রেফারেল কোড আপনাকে ব্যবহার করতেই হবে।
তো সবকিছু যদি আপনি ঠিকঠাক করে থাকেন তাহলে আপনার একটি অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আপনি যেটি করবেন)
একাউন্ট এ ক্লিক করবেন, তারপর আমন্ত্রণে ক্লিক করবেন।


এবার দেখতে পারবেন আপনার একটি রেফারেল কোড তৈরি হয়ে গেছে ওই কোডটি ব্যবহার করে নিজে নিজেই অন্য নাম্বার দিয়ে বারবার অ্যাকাউন্ট খুলে প্রতিবারে ১০ টাকা করে ইনকাম করতে পারবেন।

তো আপনার ওয়ালেট এ ১০০ টাকা হয়ে গেলেই অ্যাপ থেকে আপনাকে কল করে বিকাশ ,রকেট ,নগদ, এবং মোবাইল রিচার্জের মাধ্যমে টাকা দিয়ে দিবে।
তো আশা করছি বুঝতে পারছেন এখান থেকে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন!
এবার চলুন আরো কিছু তথ্য জেনে নেয়া যাক অ্যাপ্লিকেশনটি সম্পর্কে।
আপনি হোম মেনু তে চলে যাবেন। এখান থেকে আপনি বিভিন্ন সেবা সমূহ দেখতে পারবেন এবং আপনার পছন্দ অনুযায়ী সেবা নির্বাচন করতে পারবেন। এই প্লাটফর্ম থেকে মুঠোফোনের মাধ্যমে বিভিন্ন ধরণের ট্রান্সপোর্ট সেবা, একক সার্ভিস, গ্রোসারী, নিত্য প্রয়োজনীয় জিনিস, রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার সহ অসংখ্য সেবা নির্বাচন করতে পারবেন।
তো আজকের পোস্টটি এ পর্যন্তই আবার চলে আসবো নতুন কোন পোস্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।


0 Comments