হ্যালো গেইমার আজকে দেখাবো কিভাবে যেকোনো লো কনফিগ মোবাইল থাকুক না কেনো এটার গেমিং মোড চালু করে।
কিভাবে সুপার ফাস্ট গেমিং করবেন সাথে আরো অনেক ফিচার একের ভেতর সব Free fire বা Pubg যেকোনো।
গেইম খেলুন না কেনো এই গেমিং মোড ডিভাইস কে চাংগা করে দিবে তো চলুন।
প্রথমে এখানে ক্লিক করে ডাউনলোড করুণ Gaming Mode Pro ইন্সটল করুণ সরাসরি প্লে স্টোর থেকে এবার এটাকে চালু করুণ।
আর কিছু পার্মিশন চাইবে অন করে দিন আর ওপেন করুণ এমন আসবে।
এবার দেখুন এই লিস্টে আপনার সকল গেইম ও চলে এসেছে আপনি স্ক্রল করে সেটা বের করুন তারপর পাসে থাকা সেটিং এ
ক্লিক করুণ।
এখানে ক্লিক করুন তারপর দেখুন আপনার এই গেইমের সেটিং ওপেন হবে আর এমন আসবে।
এবার এখানে উপরে মার্ক করা এটা অন করে দিন আর নিচে দেখুন clear background App এটা চালু করে দিন।
আর আপনি যদি চান এই গেইম খেলার সময় কোনো নোটিফিকেশন আসবে না তবে এর উপরের।
Notification Blocking অপশন ও চালু করে দিন এর উপরে দেখুন আপনি যদি চান এই গেইম খেলার সময় কোনো কল।
আসবে না তবে উপরে থেকে Auto reject call এটাও চালু করুণ কিন্ত আপনি চান শুধু আপনার সেইভ করা কিছু নাম্বার থেকে কল আসলে সেটা আসবে তবে তাদের কে White list করে দিতে পারবেন Auto reject call চালু করলে নিসে সেটার অপশন পাবেন।
আর আপনি যদি চান আপনার মোবাইলের যেকোন গেইমে এক সাথে এক সেটিং কাজ করুণ তবে এখানে ক্লিক করুণ।
আর এটা চালু করে দিন।
আর নিচে দেখুন আপনি গেমিং এর সময় কি কি সুবিধা চান নিজের ইচ্ছে মত চালু করে নিন এবার এখানে ক্লিক করে গেইম খেলা শুধু করুণ।
গেইমের সাথে প্লে বাটনে ক্লিক করুণ খেলা শুরু করুণ।








0 Comments