[Hot] Bkash Account থেকে GP Number এ 49 Taka Recharge করে 300% Cash Back নিয়ে নিন.!!(শর্ত প্রযোজ্য)


Bkash Account থেকে GP Number এ 49 Taka Recharge করে 300% Cash Back নিয়ে নিন।

Bkash Account থেকে বিকাশ অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে গ্রামীণফোন নাম্বারে (skitto ব্যতীত) ৪৯ টাকা রিচার্জ করলে প্রতি মিনিটে ১ম রিচার্জকারী পাবেন ৩০০% ক্যাশব্যাক আর সাথে পাচ্ছেন কল রেট ১পয়সা/সেকেন্ড ১৫ দিনের জন্য এবং এবং আরো থাকছে ৪৯ এমবি।

  • মোবাইল রিচার্জ করতে হবে দুপুর ১২ টা থেকে রাত ১১:৫৯ টা পর্যন্ত।
  • ক্যাম্পইন চলাকালীন একবার ক্যাশব্যাক পাবেন।
  • আপনি যদি প্রতি মিনিটে ১ম রিচার্জকারী হয়ে থাকেন সেক্ষেত্রে ক্যাশ ব্যাক টি মোবাইল রিচার্জ করার পরবর্তী কর্ম দিবস এ পেয়ে যাবেন।

শুক্র-শনি এবং সরকার ছুটির দিন গুলো কর্ম দিবস হিসাবে ধরা হয় না।

অফারটি চলবেঃ ২২ সেপ্টেম্বর, ২০২১ হতে ২৩ সেপ্টেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত।

মোবাইল রিচার্জ করতে বিকাশ অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে মোবাইল রিচার্জ অপশন এ গিয়ে ৪৯ টাকা recharge করুন।

ধন্যবাদ

Post a Comment

0 Comments