দ্বিতীয় পদ্ধতি
Whatsapp এ আসা Message আপনি পড়েছেন কি না, তা প্রেরককে স্বয়ংক্রিয়ভাবে জানানো বা না জানানোর অপশনটির নাম ‘Read Receipt ” , সেটি বন্ধ করে রাখলে বার্তা প্রেরক জানবেন না আপনি বার্তাটি পড়েছেন কি না। কাজটি করার জন্য Whatsapp এগিয়ে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
- স্মার্টফোনে Whatsapp চালু করে ওপরের ডান কোনা থেকে তিন বিন্দুতে ট্যাপ করে ‘Settings’ নির্বাচন করুন।
- এরপর ‘অ্যাকাউন্ট’ থেকে ‘প্রাইভেসি’তে যান।
- খানিকটা নিচে গেলে রিড রিসিপ্টস পাবেন, অপশনটি বন্ধ করে দিন।
Read Receipt বন্ধ রাখার সমস্যা হলো, আপনি কাউকে বার্তা পাঠালে তিনি পড়লেন কি না, তা জানার সুযোগও থাকবে না। আরেকটি ব্যাপার হলো, Group Message এর ক্ষেত্রে অপশনটি কাজ করে না।


0 Comments