
ওরা টোকাই কেন বই রিভিউঃ
আমাদের সমাজের অধিকাংশ মানুষ ঠিকমতো বস্ত্র পরিধান করতে পারেনা, ঠিকমতো নিজের চিকিৎসা করতে পারেনা। ৩ বেলার ২ বেলা খেয়ে, পরের বারে খাবার মতো অন্ন থাকেনা; আশ্রয়ের জন্য ভালো একটি ঘর তৈরি করতে পারেনা শুধুমাত্র টাকার অভাবে।
তাদের এই অভাব সমাজব্যবস্থার ফল, কারন আমাদের সমাজব্যবস্থায় মানুষ মানুষকে শোষণ ও জুলুম করেই চলেছে। জুলুম ও শোষণকারীরের সাহায্য করছে রাজনৈতিক পরিস্থিতি। অনেক বেদনাবোধ নিয়ে লেখিকা এই বইটি লিখেছেন। বইটিতে ৬ টি ঘটনা রয়েছে, প্রতিটি ঘটনাই অনেক সুন্দর করে নিজের মতো করে তুলে ধরেছেন।
বইয়ের নামঃ ওরা টোকাই কেন
বইয়ের লেখকঃ শেখ হাসিনা
পৃষ্ঠা সংখ্যাঃ ৮০ টি।
বইয়ের ধরনঃ রাজনীতি বিষয়ক বই
পিডিএফ সাইজঃ ৭ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ Read Online / Download


0 Comments