সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা ১৭ সেপ্টেম্বর ২০২১ PDF (সঠিক কর্মের সন্ধানে)


হাই সকলে কেমন আছেন, আশাকরি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। সবাই ভালো থাকুন এই কামনাই করি। Weekly Job Dak Newspaper

বর্তমান সময়ে এ চাকরির বাজার খুবই মন্দা, চাকরির অভাবে এ দেশের হাজার হাজার তরুণ বেকার থেকে জড়িয়ে যাচ্ছে খুবই জঘন্য অপরাধমুলক কাজে, কতো ছেলে রাস্তার পাশে দাড়িয়ে থাকে মেয়েদের ইভটিজিং করার জন্য, কতো মা ঔষধ খেতে পারেনা তার ছেলের চাকরি নেই বলে, কতো পরিবার খুবই কষ্টে কাটায় প্রতিটা দিন তার হিসেব নেই। ইত্যাদি ইত্যাদি নানারকম সমস্যা – কষ্ট শুধুমাত্র একটা চাকরি না থাকার কারনে।

চাকরির ডাক এটি হলো একটি সাপ্তাহিক পত্রিকা, এটিতে সকল ধরনের জব সার্কুলার নিউজগুলো পাওয়া যায়। বর্তমান সময়ে খুবই জনপ্রিয় ২ টি জব সার্কুলার নিউজপেপার ১। চাকরির খবর এবং ২। চাকরির ডাক। এই পত্রিকা ২ টিতে ৭ দিন পর পর সমস্ত চাকরির নিউজ পাবলিশ করে থাকে। যারা বেকার রয়েছেন তাদের জন্য বলবো, আপনি কাজ খুঁজছেন চেয়ার নয়, তাই যে কাজই পান সেটাই করুন।

স্কিনসট দিয়ে দিলামনা কারন জুম করলে দেখতে পাবেন বলে মনে হয়না, পিডিএফ টি ডাউনলোড করে পড়ুন; ওখানে স্পষ্ট দেখতে পাবেন।

পিডিএফ সাইজঃ ৮ মেগাবাইট প্রায়।

ডাউনলোডঃ
Read Online / Download

ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।

Post a Comment

0 Comments