কোন Registration Process ছাড়াই যেকোন File Store করুন ফ্রিতেই (Up to 2 GB files)


Howdy Everyone,

Data Store করে রাখা এখন নিত্য প্রয়োজনীয় একটি বিষয় হয়ে দড়িয়েছে। তবে Google Drive Safe হলেও সচরাচর আমরা এখানে Personal File ছাড়া অন্যান্য কিছু Store করতে চাই না, তাই আজকে একটি Cloud Storage Site এর সাথে পরিচয় করিয়ে দিব, যেখানে Unlimited Time File Upload করে রাখতে পারবেন, তবে File Size 2GB-র উপরে হলে Upload করতে পারবেন না। অর্থাৎ 2GB র নিচের যেকোন File যতবার ইচ্ছা Upload করতে পারবেন।

 

WeTransfer: File Sharing Tool with a Heart of a Social Entrepreneur – Social Enterprise Development in the Baltic Sea Region

ᓚᘏᗢ Details !

Wetransfer  হল একটি Free  Cloud Service Provider, যেখানে কোন Sign UP/registration ছাড়াই সরাসরি Drag & Drop করে File Upload করতে পারবেন। যদি আপনার File Security নিয়ে প্রশ্ন জাগে তবে তাদের –

Site Link :- https://wetransfer.com/

 

✅ User Manual ✅

1. প্রথমে এই Website এ প্রবেশ করুন, ঐখানে File Upload এর Option এ Fileটি Upload করে দিন

2. এই Normal Process এ কারো Email এর মাধ্যমে Just Fileটি Share করতে পারবেন

 

3. যদি Link এর মাধ্যমে  File Share করতে চান, তবে এই Button এ Click করুন

 

 

4. তারপর Get Transfer Link Option Choose করুন

 

 

5. এখন File Upload করলে তা যে কারো সাথে Link আকারে Share করতে পারবেন

 

 

 

««› সুবিধা-সমূহ ‹»»

  • Unlimited File Upload করতে পারবেন
  • File হারিয়ে যাওয়ার ভয় নেই (Google Drive এ অনেক সময় Suspicious File Delete করে দেয়)
  • FIle Password Protect করতে পারবেন
  • Maximum Download Limit Set করতে পারবেন
  • আর আপনি চাইলে Storage Time (File Expiry Date) Choose করতে পারেন
  • সম্পূর্ণ ADS মুক্ত 😍

 

««› অসুবিধা-সমূহ ‹»»

  • Unlimited File Upload করতে পারবেন তবে এক একটা File Size 2GB এর বেশি হতে পারবে না
  • এই Site এর Download Speed Google Drive এর Download Speed এর তুলনায় কম (Self-Tested)

আর তেমন কোন অসুবিধা পাওয়া যায় নি !!!

Bye✌

Post a Comment

0 Comments