অপো এ৫৬ ৫জিঃ একনজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন

অপো মোবাইলের যাত্রাপথে আমরা অনেকগুলো ভালমানেরা ফোন পেয়েছি। সেই ভাল লাগার ধারাবাহিকতা বজায় রাখতে অপো এবার নিয়ে আসছে অপো এ৫৬ ৫জি ফোন। এটি একটি মিড বাজেটের ফোন হতে চলেছে। মনোমুগ্ধকর ফিচারে সাজানো হয়েছে ফোনটি। চলতি মাসেই লঞ্চ করতে চলেছে ফোনটির। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।

ডিসপ্লেঃ
অপো এ৫৬ ৫জি মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ৭২০X১৬০০ পিক্সেল। উক্ত ফোনটির পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ২৭০। এছাড়া এই ফোনটির সাথে নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩।

বডিঃ
এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে এবং সিমগুলো হবে ন্যানো সিম। উক্ত মোবাইলটির আয়তন হবে ১৬৩.৮X৭৫.৬X৮.৪ মিলিমিটার এবং এর ওজন হবে মাত্র ১৮৯.৫ গ্রাম।

হার্ডওয়্যার:
অপো এ৫৬ ৫জি ফোনটির চিপসেট দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ ৫জি অক্টাকোর প্রসেসর। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে মালি- জি ৫৭ এম সি ২। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ফোন স্টোরেজ। এই ফোনটিতে দেওয়া অ্যান্ড্রোয়িড ভার্সন ১১। ৫ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.১, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। অপো এ৫৬ ৫জি মোবাইলটিতে দেওয়া হয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারী। ব্যাটারীটি ভালই ব্যাকআপ দিবে। হার্ডওয়্যার সেকশনটি এখানে দুর্দান্ত দেওয়া হয়েছে। আমার কাছে খুব ভাল লেগেছে।

ক্যামেরাঃ
অপো এ৫৬ ৫জি তে দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের ওয়াইড এবং অপরটি হবে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর। উক্ত ক্যামেরা গুলোতে থাকবে এইচ ডি আর, প্যানোরামা, পোরট্রেইট এবং বোকেশ ইফেক্ট এর সুবিধা। প্রত্যেক ক্যামেরাতেই দেওয়া হয়েছে ১০৮০ পি ৩০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। মূল্য অনুযায়ী ক্যামেরা সেকশনটি বেশ ভাল দেওয়া হয়েছে এখানে।

মূল্যঃ
অপো এ৫৬ ৫জি মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ২১,৯১১ টাকা।

The post অপো এ৫৬ ৫জিঃ একনজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments