২০ অক্টোবর ভারতের বাজারে বিক্রি শুরু হবে টাটার বহু প্রতীক্ষিত গাড়ি টাটা পাঞ্চ এসইউভি। সাশ্রয়ী দামের এই গাড়িটি মূলত স্পোর্টস ইউটিলিটি ভেইকেল বা এসইউভি। জেনে নিন এই গাড়ির আকর্ষণীয় তথ্য।
চার ভার্সনের টাটা পাঞ্চ
পার্সনস, নেমলি, পিওর এবং অ্যাডভেঞ্জার পারসোনা- এই ভ্যারিয়েন্টে পাওয়া যাবে টাটা পাঞ্চ মাইক্রো এসইউভি। যার মধ্যে টাটা পাঞ্চ ‘পিওর’-এ থাকবে ১৫ ইঞ্চির হুইল ও দুটো এয়ারব্যাগ। অ্যাডভেঞ্জার পারসোনায় থাকবে স্টিয়ারিংয়ের মধ্যে নিয়ন্ত্রণের সুবিধা। সামনের ও পিছনের দিকে থাকছে পাওয়ার উইনডো। পাশাপাশি এই ভ্যারিয়েন্টে থাকবে রিমোট লকিং সিস্টেম।
আকর্ষণীয় রঙ
মাইক্রো এসইউভি হলেও গাড়ির রঙে প্রতিয়োগীদের মাত দিতে পারে টাটা পাঞ্চ। অরকাস হোয়াইট, অ্যাটমিক অরেঞ্জ, ডেটোনা গ্রে, মিটিয়র ব্রোঞ্জ, ক্যালিপসো রেড, ট্রপিক্যাল মিস্ট ও টরনেডো ব্লু এই সাত রঙে আসতে চলেছে টাটার নতুন গাড়ি। এ ছাড়াও গাড়িতে থাকবে ডুয়েল টোন ফিনিশের অপশন। চাইলে সেই দিকে ঝুঁকতে পারেন ক্রেতারা।
দরজা খুলবে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে টাটা পাঞ্চে দরজা দিয়ে ঢুকতে অসুবিধা হওয়ার কথা নয় যাত্রীদের। শোনা যাচ্ছে, গাড়ির দরজা প্রায় ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে খুলতে পারবেন যাত্রীরা। যার ফলে গাড়িতে ওঠা বা নামার সময় তাদের সমস্যা হবে না। তবে এই মাইক্রো এসইউভিতে পিছনের দরজায় মারুতি সুজুকি সুইফটের মতো হ্যান্ডেল দেওয়া হয়েছে। সামনের মতো দরজার কাচের নিচে না দিয়ে ওপরের দিকে বসানো হয়েছে এই হ্যান্ডেল।
নেক্সনের থেকে ছোট ক্যাটিগরিতে এই গাড়ি আনতে চলেছে টাটা। ১.২ লিটার পেট্রল ইঞ্জিনে চলবে এই গাড়ি। ম্যানুয়াল ও অটোমেটিক দুই গিয়ার শিফটেই পাওয়া যাবে এই মাইক্রো এসইউভি। তবে এই এসইউভির থেকে পা়ঞ্চি ইঞ্জিন প্রত্যাশা করছেন ক্রেতারা। যা সহজেই টাটার প্রতিযোগীদের পিছনে ফেলে দেবে।
ডিজাইন
টাটার এই নতুন এসইউভিতে অ্যাজাইল লাইট ফেক্সিবল অ্যাডভান্সড আর্কিটেকচার ডিজাইন দিয়েছে কোম্পানি। যা শহরের রাস্তাঘাটে চলার পাশাপাশি হাইওয়েতেও গাড়িকে ভালো গ্রিপ দেবে। টাটার ইমপ্যাক্ট ২.০ ডিজাইন ল্যাঙ্গোয়েজে তৈরি করা হয়েছে এই গাড়ি। সম্প্রতি টাটা হ্যারিয়ার তৈরি করা হয়েছিল ওই একই প্লাটফর্মে। দেখতে টাটা নেক্সনের মতো হলেও ফ্ল্যাট বনেট দেওয়া হয়েছে পাঞ্চে।হ্যারিয়ারের মতো এলইডি ডিআরএলস ছাড়াও চওড়া বনেট রয়েছে গাড়ির। ফলে সাইজে ছোট হলেও এর ‘রোড প্রেজেন্স’ থাকবে সাব কমপ্যাক্ট এসইউভিগুলোর মতো।
The post কম দামে টাটা আনল স্পোর্টস কার appeared first on Techzoom.TV.

0 Comments