শত কোটি ডলারে মোবাইল বিজ্ঞাপন নেটওয়ার্ক বিক্রি টুইটারের

টুইটার বলছে, নিজেদের মালিকানাধীন ও পরিচালিত সেবার উন্নয়ন ও প্রবৃদ্ধি বাড়াতেই মোপাব বিক্রি করছে তারা। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ২০২৩ সাল নাগাদ টুইটারের বার্ষিক সাড়ে সাতশ’ কোটি ডলার আয়ের যে লক্ষ্যমাত্রা রয়েছে, সেটির সঙ্গে একই সুতায় বাঁধা বিক্রির এ ঘটনা।

The post শত কোটি ডলারে মোবাইল বিজ্ঞাপন নেটওয়ার্ক বিক্রি টুইটারের appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments