ওয়ানপ্লাস ৯ আরটিঃ একনজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস মোবাইল তাদের নতুন করে সংযোজন করল ওয়ানপ্লাস ৯ আরটি এর। এই ফোনটি হতে চলেছে একটি মিড বাজেটের ফোন উক্ত কোম্পানীটির। উক্ত ফোনটির বিল্ড কোয়ালিটি দেওয়া হয়েছে অত্যাধুনিক। চলতি মাসেই লঞ্চ করা হচ্ছে এই ফোনটির। এই ফোনটির সাথে মিলবে প্রায় সব রকম সুযোগ সুবিধা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।

চলুন আলোচনা করা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়েঃ
ওয়ানপ্লাস ৯ আর টি মোবাইলটির ডিসপ্লে দেওয়া হয়েছে ৬.৬২ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০০ পিক্সেল। উক্ত ফোনটির সাথে পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৩৯৭। ওয়ানপ্লাস ৯ আর টি এর আয়তন দেওয়া হয়েছে ১৬২.২X৭৪.৬X৮.৩ মিলিমিটার এবং এর ওজন দেওয়া হয়েছে ১৯৮.৫ গ্রাম। এছাড়া এই ফোনটির ডিসপ্লে রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ১২০ হার্জ। কর্নিং গরিলা গ্লাস এর নিরাপত্তা দেওয়া হয়েছে এই ফোনটিতে। ডিসপ্লে সেকশনটি আমার কাছে খুব ভাল লেগেছে।

এবার আলোচনা করা যাক এই মোবাইলটির ক্যামেরা সেকশন নিয়েঃ
উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেল এর ওয়াইড, ১৬ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও অপরটি হবে ২ মেগাপিক্সেল এর একটি ম্যাক্রো সেন্সর। সাথে থাকছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এই ফোনটির সাথে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে ১৬ মেগাপিক্সেলের। উক্ত ক্যামেরা গুলোর সাথে দেওয়া হয়েছে অটো- এইচ ডি আর, গাইরো- ই আই এস, প্যানোরামা, পোরট্রেইট, ৪কে ভিডিও রেকর্ডিং, স্লো মোশন এবং ও আই এস এর সুবিধা। উভয় ক্যামেরাগুলোতে ১০৮০ পি ৩০/৬০/২৪০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে। এই মোবাইলটির ক্যামেরা সেকশনটি আমার কাছে খুব ভাল লেগেছে।
এবার আলোচনা করা যাক এই মোবাইলটির হার্ডওয়্যার নিয়েঃ

ওয়ানপ্লাস ৯ আর টি মোবাইলটির চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫জি অক্টাকোর প্রসেসর। এবং জি পি ইউ থাকবে অ্যাড্রিনো ৬৬০। প্রসেসরটি এখানে খুব ভাল দেওয়া হয়েছে এর ফলে গেমিং এর জন্য খুব সুবিধা মিলবে এই প্রসেসরটিতে। উক্ত ফোনটিতে দেওয়া হবে ৮/১২ জিবি র‍্যাম ও ১২৮/২৫৬ জিবি এর ফোন স্টোরেজ। এই মোবাইলটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রোয়িড ভার্সন ১১। এছাড়া এই ফোনে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। ওয়ানপ্লাস ৯ আর টি তে দেওয়া হবে ৪,৫০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি। ব্যাটারিটির ব্যাকআপ দিবে দুর্দান্ত। এছাড়া ব্যাটারিটির সাথে দেওয়া হবে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জ। উক্ত ফোনটির সাথে আরো দেওয়া হবে ওয়াইফাই ৮০২.১১, ব্লুটুথ ৫.২, ইউ এস বি টাইপ সি ২.০ পোর্ট, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলকসহ নানাবিধ সুবিধা। ৫ জি বিশিষ্ট ফোন হতে চলেছে এই ফোনটি। এই মোবাইলটির ফিচার আমার কাছে খুব ভাল লেগেছে।

এবার আলোচনা করা যাক এই মোবাইলটির মূল্য নিয়েঃ
ওয়ানপ্লাস ৯ আরটি মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ৪৪,৪২৫ টাকা। কালো, নীল এবং সিলভার রঙ এ পাওয়া যাবে ফোনটি। ফোনটি আমার কাছে খুব ভাল লেগেছে।

The post ওয়ানপ্লাস ৯ আরটিঃ একনজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments