পিক্সেল ৬ আনছে গুগল

নতুন পিক্সেল ফোন আনছে গুগল। ১৯ অক্টোবর আসছে পিক্সেল ৬ ও পিক্সেল ৬ প্রো। এই দুটি ফোনের সঙ্গেই একটি ফোল্ডেবল স্মার্টফোন এবং একটি স্মার্টওয়াচও লঞ্চ করতে পারে গুগল। বিগত কিছু মাস ধরেই এই দুই হ্যান্ডসেটের একাধিক ফিচার্স ও স্পেসিফিকেশনস ভাইরাল রয়েছে সোশ্যাল মিডিয়ায়। মনে করা হচ্ছে, ফোন দুটি লঞ্চের আগে আরও বেশ কিছু তথ্য অফিসিয়ালি ঘোষণা করা হবে গুগলের পক্ষ থেকে। এই দুই ফোনের সঙ্গেই লঞ্চ করতে পারে কোম্পানির প্রথম ফোল্ডেবল ফোন গুগল স্মার্টওয়াচ।

গুগলের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে যে, ১৯ অক্টোবর রাতে পিক্সেল ৬ সিরিজের পর্দা উন্মোচিত হতে চলেছে।

The post পিক্সেল ৬ আনছে গুগল appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments