এসপিসির আল আমিন গ্রেপ্তার

প্রতারণার অভিযোগে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের সিইও ও এমডি আল-আমিন এবং নিরাপদ শপ নামে আরেকটি ই-কমার্স প্রতিষ্ঠানের পরিচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (৩ অক্টোবর) সন্ধ্যায় তিনজনকে গ্রেপ্তার করে সিআইডি।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান গণমাধ্যমকে বলেন, সোমবার (৪ অক্টোবর) দুপুরে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

প্রতিষ্ঠানগুলো দেশের নামিদামি হাসপাতাল, কারখানা, গার্মেন্টসের অংশীদারত্বের লোভনীয় অফার দেখিয়ে মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে টাকা। আবার সদস্যের সংখ্যা বাড়াতে পারলে সেই টাকার পরিমাণ কিছু দিনের মধ্যে পৌঁছে যাবে লাখের কোঠায়। ভুয়া একটি প্রতিষ্ঠানের এমডি ও সিইও এমন লোভ দেখিয়ে লাখ লাখ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।

The post এসপিসির আল আমিন গ্রেপ্তার appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments