তরুণদের বিজ্ঞান চর্চায় সহায়তা দেওয়া হবে জানিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, দেশ এগিয়ে নিয়ে যেতে হলে বিজ্ঞান ভিত্তিক গবেষণার কোনো নেই।
রোববার বিকেলে রাজধানীর বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে হ্যাকাথন উৎসব ২০২১ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন কম্পিউটার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মামলুক ছাবির আহমেদ।
উল্লেখ্য, প্রয়াত জামিলুর রেজা চৌধুরীর নামে বাংলাদেশে ডিজাইন ও অ্যাসেম্বল করা মাইক্রো কন্ট্রোলার বোর্ড ‘জেআরসি’ বোর্ড দিয়ে ১৩টি দল টানা ৩৬ ঘণ্টা কাজ করে বিভিন্ন সমস্যার সমাধান করে দেখিয়েছে। এদের মধ্যে ৩টি দলকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়।
The post তরুণদের বিজ্ঞান চর্চায় সহায়তা দেওয়া হবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী appeared first on Techzoom.TV.
0 Comments