গ্রামিণ নাম্বারে ১০৯ টাকা রিচার্জ করে জিতে নিন চল বাংলাদেশ টি-শার্ট.!! (শর্ত প্রযোজ্য)

জিপি নাম্বার গ্রাহকরা ১০৯ টাকা জিতে নিতে পারবেন চল বাংলাদেশ টি-শার্ট.!!

 

মাইজিপি অ্যাপ/ জিপি ওয়েবসাইট/ জিপে/ বিকাশ/ নগদ/ রকেট/ উপায় এর মাধ্যমে ১০৯ টাকা রিচার্জ করে ৩০ দিন মেয়াদে ৮০ পয়সা/মিনিট (সব সহ) কলরেট সহ সাথে প্রতি মিনিট এ ৩ জিতে নিন ১টি ওয়ার্ল্ড কাপ ‘চলো বাংলাদেশ’ ফ্যান টি-শার্ট এই ক্যাম্পেইন অফারটি একবার অ্যাভেইল করতে পারা যাবে।

মাইজিপি অ্যাপ/ জিপি ওয়েবসাইট/ জিপে/ বিকাশ/ নগদ/ রকেট/ উপায় এর মাধ্যমে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত

৫ অক্টোবর, ২০২১ থেকে ৭ অক্টোবর, ২০২১ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত রিচার্জ করতে হবে।

অফারটি চলবে ৫, ৬, ৭ অক্টোবর ২০২১ পর্যন্ত।

আপনি যদি বিজয়ী হয়ে থাকেন তা হলে ক্যাম্পেইন শেষের ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। টি-শার্টের ফ্রি হোম ডেলিভারির জন্য বিজয়ীদের সম্পূর্ণ ঠিকানাটি ১২ই অক্টোবর ২০২১ এর মধ্যে এসএমএস-এ দেওয়া লিংকে প্রদান করতে হবে।

এসএমএস লিংকে সঠিক ঠিকানা দেয়ার ভিত্তিতে রিচার্জ করার ১৫ কর্মদিবসের মধ্যেই গ্রাহক তার দেওয়া নির্দিষ্ট ঠিকানায় টি-শার্টটি পেয়ে যাবেন।

১০৯ টাকা রিচার্জ ক্যাম্পেইন এ শুধু ‘L’ সাইজের ফ্যান টি-শার্টই দেওয়া হবে।(চল বাংলাদেশ)

তথ্য সঠিকভাবে দেওয়ার পরে বিজয়ী গ্রাহক তার টি-শার্টটি ৩০ দিনের মধ্যে না পেলে, [email protected] এই মেইল অ্যাড্রেসে মেইল করবেন।

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ১৫০ টাকা বোনাস নিয়ে নিন

বাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিন

 

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

 

ধন্যবাদ




Source link

The post গ্রামিণ নাম্বারে ১০৯ টাকা রিচার্জ করে জিতে নিন চল বাংলাদেশ টি-শার্ট.!! (শর্ত প্রযোজ্য) appeared first on shiblutricksbd.

Post a Comment

0 Comments