ক্লাউড সেবার পরিধি বিস্তারে আরো বেশ কয়েকটি নতুন সহযোগীকে নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে।
চলতি সপ্তাহে অনুষ্ঠিত ভার্চুয়াল এপিএসি (এশিয়া প্যাসিফিক) পার্টনার সামিট ২০২১-এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। সহযোগী প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে হুয়াওয়ে গ্রাহকদের আরো উন্নত সেবা ও নেটওয়ার্ক সম্প্রসারণে কাজ করবে।
হোরাঙ্গি, জিওনেক্সট, ইউএসইএ গ্লোবাল, অ্যাডভোকাডো, ৪প্যারাডাইম, ইওনইউ এবং ক্লাউড ওয়াইজের সঙ্গে নতুন এ পার্টনারশিপের সূচনা করতে যাচ্ছে হুয়াওয়ে।
অ্যাপ্লিকেশনকে শক্তিশালী করতে, ডাটার শক্তিকে কাজে লাগাতে এবং বর্তমান আধুনিক বিশ্বে সব প্রতিষ্ঠানের প্রবৃদ্ধিতে নির্ভরযোগ্য, নিরাপদ এবং সাশ্রয়ী মূল্যে ক্লাউড সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ হুয়াওয়ে ক্লাউড।
ইভেন্টে হুয়াওয়ে ক্লাউড এশিয়া প্যাসিফিক ইকোসিস্টেমের প্রেসিডেন্ট জেং শিংইয়ুন বলেন, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস (আইএএএস) প্রোভাইডার হিসেবে হুয়াওয়ে ক্লাউড আজ সারা বিশ্বে শীর্ষ পাঁচে এবং এশিয়া প্যাসিফিকে শীর্ষ চারের মধ্যে অবস্থান করছে। এর পেছনে রয়েছে হুয়াওয়ের উন্নত ও কার্যকরী প্রযুক্তি এবং গ্রাহক-কেন্দ্রিকতা।
জেং বলেন, আমাদের ব্যবহারকারীদের সর্বোত্তম সেবা প্রদানে আমরা গত এক দশকে অবকাঠামোগত উন্নয়ন, গবেষণা এবং উন্নয়নে ১১২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছি। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ক্লাউড সেবা প্রদানকারী হিসেবে, এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমাদের ২০টি অফিস ও এজেন্সি রয়েছে যেখানে নয় হাজারেরও বেশি কর্মী ও ১০ হাজার সার্টিফায়েড সার্ভিস ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞ রয়েছে। আমাদের গ্রাহকদের ব্যবসায়িক সফলতা নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
The post ক্লাউড সেবার বিস্তারে হুয়াওয়ের নতুন চার সহযোগী appeared first on Techzoom.TV.

0 Comments