বাংলাদেশে অনুষ্ঠিত হবে ৪৫ম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি) । এই ঘোষণার মধ্য দিয়ে আজ রাতে মস্কোর ম্যানিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেষ হয়েছে আইসিপিসি ২০২০ সালের ৪৪তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
আজ রাতে আইসিপিসি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. উইলিয়াম বিল পাউচার(Dr prossor W B Poucher) সমাপনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের নেতৃত্বে ১৮ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দল সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশ প্রতিনিধিদনের দলনেতা হিসেব সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এ প্রতিযোগিতায় বিশ্বের ১২০ টি বিশ্ববিদ্যালয় দল অংশগ্রহণ করে।১ অক্টোবর থেকে এ প্রতিযোগিতা শুরু হয়।
উল্লেখ্য,আইসিপিসি হচ্ছে , বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রোগ্রামিংয়ের আন্তর্জাতিক সর্ববৃহৎ চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ।
The post ঢাকায় অনুষ্ঠিত হবে ৪৫তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা appeared first on Techzoom.TV.

0 Comments