নেটফ্লিক্সে টিকটক!

টিকটকের মতো শট ভিডিও দেখা যাবে নেটফ্লিক্সেও। ছোটদের বিনোদনের জন্য এই ফিচার আনল নেটফ্লিক্স। এই ফিচারের নাম দেওয়া হয়েছে ‘কিডস ক্লিপ’। মূলত কমবয়সিদের কাছে নেটফ্লিক্স প্ল্যাটফর্মের আকর্ষণ বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

‘কিডস ক্লিপ’- পাওয়া যাবে নেটফ্লিক্সের আইওএস অ্যাপে। যেখানে গেলেই মিলবে বিনোদনে ভরপুর ছোট আকারের প্রচুর ভিডিও। সেই ভিডিও অবশ্যই ছোটদের কথা ভেবে তৈরি করা হয়েছে বা হবে। নেটফ্লিক্সের ভিডিও লাইব্রেরিতে গিয়ে সার্চ করতে হবে নতুন ভিডিও পেতে। এখানে সাধারণ ভিডিও ক্লিপ ছাড়াও মিলবে সিনেমার ছোট ছোট ক্লিপও। প্রতিদিনই নতুন নতুন ভিডিও ক্লিপ আপলোড করা হবে ক্ষুদে দর্শকদের কথা মাথায় রেখে।

জায়ান্ট ওটিটি প্ল্যাটফর্ম কোম্পানিটি বিভিন্ন বিষয়ের মজাদার ভিডিও রাখবে তাদের নতুন ফিচারে। সংস্থার তরফে জানানো হয়েছে, নেটফ্লিক্স কর্তৃপক্ষের এই উদ্যোগ মূলত তাদের জন্য, যারা টিকটক কিংবা ইউটিউবে কম সময়ের ভিডিও ক্লিপ দেখতে পছন্দ করেন।

আমেরিকার বিভিন্ন দেশ, কানাডা ও অস্ট্রেলিয়ার নেটফ্লিক্স গ্রাহকরা এই সুবিধা পাবে। পরবর্তীকালে গোটা পৃথিবীর নেটফ্লিক্স গ্রাহকরা নয়া পরিষেবা পাবেন।

The post নেটফ্লিক্সে টিকটক! appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments