বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত মোবাইলগুলোর মধ্যে পোকো এবং ইনফিনিক্স মোবাইল দুটি বেশ এগিয়ে। আজকে আমরা আলোচনা করব সেই ফোন দুটি থেকে পোকো এক্স৩ এনএফসি এবং ইনফিনিক্স নোট ১১ এস নিয়ে। ফোন দুটির মাঝে মূল্যের কিছুটা তারতম্য রয়েছে তবে ফিচারে ভিন্যতা লক্ষ্য করা গেছে। আলাদা আলাদা ফিচারে সাজানো হয়েছে ফোন দুটি। চলুন তুলনা করা যাক মোবাইল ২ টির মধ্যে।
প্রথমেই আলোচনা করা যাক ডিসপ্লে সেকশন নিয়ে।
পোকো এক্স৩ এনএফসিঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০০ পিক্সেল। উক্ত ফোনটিতে পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৩৯৫। এছাড়া এই ফোনটির সাথে দেওয়া হয়েছে ১২০ হার্জ এর ডিসপ্লে রিফ্রেশ রেট। কর্নিং গরিলা গ্লাস ৫ এর নিরাপত্তা দেওয়া হয়েছে ফোনটিতে।
ইনফিনিক্স নোট ১১ এসঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৯৫ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪৬০ পিক্সেল। উক্ত ফোনটির পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৩৮৭। এছাড়া এর সাথে দেওয়া হয়েছে ১২০ হার্জ এর রিফ্রেশ রেট।
এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর বডি নিয়ে।
পোকো এক্স৩ এনএফসিঃ এই মোবাইলটির আয়তন হবে ১৬৫.৩X৭৬.৮X৯.৪ মিলিমিটার এবং এর ওজন দেওয়া হয়েছে মাত্র ২১৫ গ্রাম।
ইনফিনিক্স নোট ১১ এসঃ উক্ত মোবাইলটির আয়তন হবে ১৭৩.১X৭৮.৪X৮.৭ মিলিমিটার।
এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর হার্ডওয়্যার সেকশন নিয়ে।
পোকো এক্স৩ এনএফসিঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২ জি অক্টাকোর প্রসেসর। জি পি ইউ হবে অ্যাড্রিনো ৬১৮। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬ জিবি র্যাম ও ৬৪/১২৮ জিবি ফোন স্টোরেজ এছাড়া অতিরিক্তভাবে ২৫৬ জিবি এর স্টোরেজ ব্যাবহার করা যাবে। এখানে আরো দেওয়া হয়েছে ৫,১৬০ এম এ এইচ এর ব্যাটারি, ৩৩ ওয়াট এর ফাস্ট চার্জ, ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.১ সহ নানাবিধ সুবিধা। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১০ দেওয়া হয়েছে এই ফোনটিতে।
ইনফিনিক্স নোট ১১ এসঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি ৯৬ অক্টাকোর প্রসেসর। জি পি ইউ হবে এ আর এম মালি- জি ৫৭ এম সি ২। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৪/৬ জিবি র্যাম ও ৬৪/১২৮ জিবি ফোন স্টোরেজ। এখানে আরো দেওয়া হয়েছে ৫,০০০ এম এ এইচ এর ব্যাটারি, ৩৩ ওয়াটের ফাস্ট চার্জ, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.০ এর সুবিধা। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১১ দেওয়া হয়েছে এই ফোনটিতে।
এবার আলোচনা করা যাক ফোনগুলোর ক্যামেরা সেকশন নিয়ে।
পোকো এক্স৩ এনএফসিঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৬৪ মেগাপিক্সেলের ওয়াইড, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও অপরটি হবে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ২০ মেগাপিক্সলের। প্রত্যেক ক্যামেরাতেই ৭২০ পি ৩০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই দেওয়া হয়েছে এইচ ডি আর, প্যানোরামা, পোরট্রেইট মোড এবং নাইট মোড এর সুবিধা।
ইনফিনিক্স নোট ১১ এসঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার ক্যামেরাগুলো হবে ৫০ মেগাপিক্সলের ওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো এবং অপরটি হবে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সাথে দেওয়া হয়েছে কোয়াড এল ই ডি ফ্ল্যাশ। এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের। প্রত্যেক ক্যামেরাতেই দেওয়া হয়েছে প্যানোরামা, এইচ ডি আর, পোরট্রেইট ও বিউটি মোড এর সুবিধা। উভয় ক্যামেরাতে ১৪৪০ পি ৩০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে।
এবার আলোচনা করা যাক মূল্য নিয়ে।
পোকো এক্স৩ এনএফসিঃ এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬,৮৬৮ টাকা।
ইনফিনিক্স নোট ১১ এসঃ এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭,৭৯৯ টাকা।
এখানে ফোন দুটির মাঝে মূল্যের কিছুটা তারতম্য লক্ষ্য করা গেছে তবে ফিচারের ও ভিন্যতা বেশ রয়েছে। দুইটি ফোনের ফিচারই দেওয়া হয়েছে অসাধারণ। দুটি ফোনই দেওয়া হয়েছে দুর্দান্ত তবে পোকো এক্স৩ এনএফসি মোবাইলটি বেশি ভাল লেগেছে।
The post পোকো এক্স৩ এনএফসি বনাম ইনফিনিক্স নোট ১১ এসঃ কোনটি সেরা ফোন দেখে নিন appeared first on Techzoom.TV.

0 Comments