রিয়েলমি এবং অপো মোবাইলের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দুটি ফোন রিয়েলমি কিউ ৩ এস এবং অপো কে ৯ এস মোবাইল নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই মোবাইল দুটির মূল্যের খুব বেশি তারতম্য নেই কিন্তু এর ফিচার প্রায় একই রকম দেওয়া হয়েছে। প্রায় একই রকম ফিচারে সাজানো হয়েছে ফোন দুটি। চলুন তুলনা করা যাক মোবাইল ২ টির মধ্যে।
প্রথমেই আলোচনা করা যাক ডিসপ্লে সেকশন নিয়ে।
রিয়েলমি কিউ ৩ এসঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৬ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪১২ পিক্সেল। উক্ত ফোনটিতে পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৪০১। এছাড়া এই ফোনটির সাথে দেওয়া হয়েছে ১৪৪ হার্জ এর ডিসপ্লে রিফ্রেশ রেট।
অপো কে ৯ এসঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৫৯ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪১২ পিক্সেল। উক্ত ফোনটির সাথে নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে পান্ডা গ্লাস। এছাড়া এর সাথে দেওয়া হয়েছে ১২০ হার্জ এর রিফ্রেশ রেট।
এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর বডি নিয়ে।
রিয়েলমি কিউ ৩ এসঃ এই মোবাইলটির আয়তন হবে ১৬৪.৪X৭৫.৮X৮.৫ মিলিমিটার এবং এর ওজন দেওয়া হয়েছে মাত্র ১৯৯ গ্রাম।
অপো কে ৯ এসঃ উক্ত মোবাইলটির আয়তন হবে ১৬৪.৪৩X৭৫.৮৮X৮.৫২ মিলিমিটার এবং এর ওজন দেওয়া হয়েছে মাত্র ১৯৯ গ্রাম।
এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর হার্ডওয়্যার সেকশন নিয়ে।
রিয়েলমি কিউ ৩ এসঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮ জি ৫জি অক্টাকোর প্রসেসর। জি পি ইউ হবে অ্যাড্রিনো ৬৪২ এল। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬/৮ জিবি র্যাম ও ১২৮/২৫৬ জিবি ফোন স্টোরেজ। এখানে আরো দেওয়া হয়েছে ৫,০০০ এম এ এইচ এর ব্যাটারি, ৩০ ওয়াট এর ফাস্ট চার্জ, ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.১ সহ নানাবিধ সুবিধা। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১১ দেওয়া হয়েছে এই ফোনটিতে।
অপো কে ৯ এসঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮ জি ৫জি অক্টাকোর প্রসেসর। জি পি ইউ হবে অ্যাড্রিনো ৬৪২ এল। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬/৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ফোন স্টোরেজ। এখানে আরো দেওয়া হয়েছে ৫,০০০ এম এ এইচ এর ব্যাটারি, ৩০ ওয়াটের ফাস্ট চার্জ, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.২ এর সুবিধা। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১১ দেওয়া হয়েছে এই ফোনটিতে।
এবার আলোচনা করা যাক ফোনগুলোর ক্যামেরা সেকশন নিয়ে।
রিয়েলমি কিউ ৩ এসঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও অপরটি হবে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সলের। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই দেওয়া হয়েছে এইচ ডি আর, প্যানোরামা, পোরট্রেইট মোড, ই আই এস, পি ডি এ এফ এবং এ আই ক্যামেরা এর সুবিধা।
অপো কে ৯ এসঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার ক্যামেরাগুলো হবে ৬৪ মেগাপিক্সলের, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং অপরটি হবে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সাথে দেওয়া হয়েছে কোয়াড এল ই ডি ফ্ল্যাশ। এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের। প্রত্যেক ক্যামেরাতেই দেওয়া হয়েছে প্যানোরামা, এইচ ডি আর, ৪কে ভিডিও রেকর্ডিং এর সুবিধা। উভয় ক্যামেরাতে ১০৮০ পি ৩০/৬০/১২০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে।
এবার আলোচনা করা যাক মূল্য নিয়ে।
রিয়েলমি কিউ ৩ এসঃ এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২১,৬০০ টাকা।
অপো কে ৯ এসঃ এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২২,৯৬১ টাকা।
এখানে ফোন দুটির মাঝে মূল্যের তেমন তারতম্য দেখা যায়নি। দুইটি ফোনের ফিচারই দেওয়া হয়েছে অসাধারণ। প্রায় একই রকম ফিচার দেওয়া হয়েছে ফোন দুটিতে। এখানে দুটি ফোনই আমার কাছে ভাল লেগেছে, আপনার পছন্দ অনুযায়ী যেকোনটি আপনি নিতে পারেন।
The post রিয়েলমি কিউ ৩ এস বনাম অপো কে ৯ এসঃ কোনটি সেরা ফোন দেখে নিন appeared first on Techzoom.TV.

0 Comments