পাওনা টাকা আদায়ে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের অফিসে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ত্রিশজন শিক্ষার্থী। দুপুর থেকে সেখানে অবস্থান করছেন তারা।
বুধবার (২৪ নভেম্বর) এই প্রতিবেদন লেখা পর্যন্ত আলিশা মার্টের বনানীর হেড অফিসে অবস্থান করছেন তারা৷ তারা জানিয়েছেন, পাওনা আদায় করার আগ পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। অবস্থানকারীরা জানান, সন্ধ্যা ছয়টা নাগাদ অফিসের ভেতরে ঢুকে পড়েন তারা।
এর আগে, পাওনা আদায়ে গত ২২ নভেম্বর সকাল আটটা থেকে রাত ১১টা পর্যন্ত আলিশা মার্টের অফিসে অবস্থান নেন তারা। অবস্থানকারীরা সারাবাংলাকে বলেন, ২২ ডিসেম্বর আলিশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদার তাদের আশ্বস্ত করেছিলেন আজ (২৪ নভেম্বর) তাদের সমুদয় পাওনা আদায় করা হবে। পরে পাওনা আদায়ে আজ দুপুরে অফিসে আসলে চেয়ারম্যান তাদের সঙ্গে দেখা করেননি।
অবস্থানকারী শিক্ষার্থীদের একজন রিদওয়ান উল্লাহ বলেন, ‘চেয়ারম্যানের কথা অনুযায়ী আমরা আজ অফিসে এসেছিলাম। তাকে ফোন করা হলে তিনি আমাদের সঙ্গে দেখা করবেন বলেছিলেন। পরে দেখা না করেই তিনি অফিস ছেড়ে চলে যান। গত ৬/৭ মাস যাবৎ পাওনা টাকায় আদায় করছেন না তারা।’
এ বিষয়ে জানতে আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারকে একাধিকবার ফোন করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
The post পাওনা আদায়ে আলেশা মার্টের অফিসে ঢাবি শিক্ষার্থীদের অবস্থান appeared first on Techzoom.TV.

0 Comments