আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আমাদের ফোনে নিশ্চয় অনেক ফাইল থাকে।
আর আপনার ফোনেও যদি জরুরি প্রয়োজনে আপনার ফাইলগুলোর নাম বা ফরম্যাট পরিবর্তন করার প্রয়োজন পড়ে তবে কীভাবে একক্লিকেই কীভাবে সকল ফাইলের ফরম্যাট পরিবর্তন করবেন সেটি নিয়েই আজকে আমার পোষ্ট।
আজ আমি দেখাতে চলেছি কীভাবে এক ক্লিকেই ফোল্ডারে থাকা সকল ফাইলের ফরম্যাট চেইন্জ করবেন সেটি দেখাবো।
তো পুরো বিষয়টা ভালোভাবে জানার জন্য পোষ্টটি মনোযোগী হয়ে পড়তে থাকুন।
কারন আজকের পোষ্টটিও তথ্যমুলক হতে চলেছে।
তো শুরু করা যাক।
বন্ধুরা আমাদের ফোনে আমরা নিত্যনতুন নানান রকমের ফাইল আনে থাকি।
কিন্তু কেউ যদি ( বাটন ফোন ব্যবহারকারি) আপনার কাছ থেকে কোনো ফাইল নিতে চাই তবে সাপোর্ট করে না।
যেমন ধরুন আপনি অডিও গান নামালেন .m4a ফরম্যাটে কিন্তু বাটন ফোনে m4a ফরম্যাট সাপোর্ট করে না।
বাটন ফোনে অডিও ফরম্যাট mp3 সাপোষ্ট করে।
তো এখন কীভাবে ১ ক্লিকেই সকল ফাইলের ফরম্যাট m4a থেকে Mp3 তে আনবেন।
কীভাবে করবেন সেটি জানার আগে জেনে নিন এর সুবিধা সমূহঃ
The post ফোল্ডারে থাকা সকল ফাইলের ফরম্যাট পরিবর্তন করুন এক ক্লিকেই একটি অ্যাপ দিয়ে appeared first on shiblutricksbd.


0 Comments