স্মার্টফোন বিশ্বে আরও একটি নিউ ব্র্যান্ড ফোন শাওমি রেডমি নোট ১১ টিলঞ্চ হয়েছে । ফোনটি পাওয়া যাচ্ছে ২ টি ভেরিয়েন্ট এ। ১০৮ মেগা পিক্সেলের মেইন সেনসর ক্যামেরা,৮ মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা ও ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার এর নন রিমুভেবল হিউজ ব্যাটারি ।
প্রথমেই কথা বলি ফোনটির ডিসপ্লে এবং বডি নিয়ে:
এতে থাকছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সুপার এমোলেড ডিসপ্লে। এর এসপেক্ট রেশিও হলো ২০:৯। এর রেজুলেশন হলো ১০৮০*২৪০০ পিক্সেল এর। এই ফোনটির পিপিআই ডেনসিটি হল ৩৯৫। এর বডি ডাইমেনশন হচ্ছে ১৬৪.১*৭৬.৯*৮.৮ মিলিমিটার এর। এর ওজন হচ্ছে ২০৩ গ্রাম। এছাড়াও এতে রয়েছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা।
এবারে কথা বলি ফোনটির হার্ডওয়্যার নিয়ে:
অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১১। চিপসেট হিসেবে এতে থাকছে মিডিয়াটেক ডায়মান সিটি ১২০০ ৫জি যা ৬ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। জিপিইউ হিসেবে এতে থাকছে মালি জি ৭৭এম সি ২ । ফোনটি পাওয়া যাচ্ছে ২ টি ভেরিয়েন্ট। একটি হল ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজে সাথে ৮ জিবি র্যাম এবং আরেকটি হল ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজে সাথে ৮ জিবি র্যাম ।
এবারে কথা বলি ফোনটির ক্যামেরা নিয়ে
এই ফোনের ব্যাক সাইডে থাকছে ১০৮ মেগা পিক্সেলের মেইন সেন্সর ক্যামেরা,৮ মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,৫ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেনসর ক্যামেরা ।আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ১৬ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।
এবারে কথা বলি ফোনটির ব্যাটারি -চার্জার এবং কালার নিয়ে:
এই ফোনে থাকছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার এর নন রিমুভেবল হিউজ ব্যাটারি। আর সঙ্গে থাকছে ৬৭ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার।এতে লাউড স্পিকার এর পাশাপাশি থাকছে ৩.৫৫ এম এম হেডফোন জ্যাক।ফোনটি পাওয়া যাচ্ছে ৩ টি কালার ভেরিয়েন্ট এ । একটি হলো গ্রে,আরেকটি হলো হোয়াইট এবং আরেকটি হলো ব্লু কালার ।
সবশেষে কথা বলি ফোনটির দাম এর বিষয়ে: এই ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় ৩৬১০০ টাকা।
The post শাওমি রেডমি নোট ১১ টি: ১০৮ মেগাপিক্সেল এর দারুন ক্যামেরা ফোন appeared first on Techzoom.TV.

0 Comments