মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (daraz.com.bd) দ্বিতীয়বারের মতো আয়োজন করতে ইলেভেন ইলেভেন (১১.১১) ক্যাম্পেইন। ১১.১১ সিঙ্গেল ডে ক্যাম্পেইনে ক্রেতাদের আমন্ত্রণ করতে আবারও প্রস্তুত দারাজ। আর এবারের আয়োজনে এমন কিছু চমক থাকছে, যা বাংলাদেশের ই-কমার্স ইন্ডাস্ট্রি আগে কখনও দেখেনি বলে জানিয়েছে দারাজ।
এই ক্যাম্পেনে ১ থেকে ১১ নভেম্বর মাত্র এক টাকায় লটারির মাধ্যমে পাওয়া যাবে নতুন গাড়ি ও মোটরসাইকেল। ইলেভেন ইলেভেন (১১.১১) বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং ইভেন্ট, যা আমাজন প্রাইম ডে-এর তুলনায় ১৮ গুণ ও ব্ল্যাক ফ্রাইডের তুলনায় প্রায় আড়াই গুণ বড়।
১১.১১ সিঙ্গেল ডে ক্যাম্পেইনে ক্রেতাদের আমন্ত্রণ করার জন্য আবারও প্রস্তুত দারাজ। আর এবারের আয়োজনে এমন কিছু চমক থাকছে, যা বাংলাদেশের ই-কমার্স ইন্ডাস্ট্রি আগে কখনো দেখেনি।
বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ১১ টাকা ডিল, প্রি-সেল ডিসকাউন্ট, ১ টাকা গেম, ডাবল টাকা ভাউচার, শেক শেক ভাউচার, হ্যাপি আওয়ার ভাউচার।
The post ১ টাকায় বাইক দিচ্ছে দারাজ! appeared first on Techzoom.TV.

0 Comments