মোটো ওয়াচ ১০০ঃ একনজরে দেখে নিন স্মার্টওয়াচটির স্পেসিফিকেশন

বাজারে আসছে মটোরোলা ব্র্যান্ডের নতুন স্মার্টওয়াচ মোটো ওয়াচ ১০০। এই ওয়াচটির সাথে দেওয়া হয়েছে দুর্দান্ত ফিচার এবং এর বিল্ড কোয়ালিটি আপনাকে মনোমুগ্ধ করতে সক্ষম হবে। সম্প্রতি লঞ্চ করা হয়েছে এই স্মার্টওয়াচটির। চলুন দেখে নেওয়া যাক এই ওয়াচটিতে কি কি থাকছে।

Motorola Moto Watch 100 স্মার্টওয়াচ তে দেওয়া হয়েছে ১.৩ ইঞ্চি বিশিষ্ট সার্কুলার এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ৩৬০X৩৬০ পিক্সেল। এই ওয়াচটির আয়তন ওজন দেওয়া হয়েছে মাত্র ২৯ গ্রাম এবং এর আয়তন হবে ৪২X৪৬X১১.৯ মিলিমিটার। এই ওয়াচটির সাথে দেওয়া হয়েছে ব্লুটুথ ৫.০ যার দ্বারা ফোনে সংযোগ দেওয়া যাবে। এখানে আরো দেওয়া হয়েছে জি পি এস এর সুবিধা। উক্ত ওয়াচটির সাথে দেওয়া হয়েছে ৩৫৫ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি যার ব্যাকআপ অতুলনীয়। অনেকগুলো মোড দেওয়া হয়েছে এই স্মার্টওয়াচটিতে যার ফলে বেশ ভালমানের সুবিধা পাওয়া যাবে। এই ওয়াচটির একটি বিশেষ গুণ রয়েছে এবং সেটি হল এটি জল প্রতিরোধী। সিলভার স্টীল এবং ফ্যান্টম ব্ল্যাক রঙ এ পাওয়া যাবে এই স্মার্টওয়াচটি। ওয়াচটি আমার কাছে খুব ভাল লেগেছে।

মূল্যঃ
মোটো ওয়াচ ১০০ এর মূল্য এখনো সঠিকভাবে জানা যায়নি।

The post মোটো ওয়াচ ১০০ঃ একনজরে দেখে নিন স্মার্টওয়াচটির স্পেসিফিকেশন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments