চীনে স্টারলিংকের সেবা দেবে না টেসলা

চীনের মূল ভূখণ্ডে এখনই স্টারলিংকের ইন্টারনেট সেবা আনছে না ইলোন মাস্কের মালিকানা প্রতিষ্ঠান স্টারলিংক। সম্প্রতি প্রতিষ্ঠানটি এক ঘোষণায় এ কথা জানায়। ফলে দেশটিতে থাকে বৈদ্যুতিক গাড়ি চার্জিং স্টেশনসহ অন্যান্য সেবা চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর তত্ত্বাবধানেই পরিচালিত হবে। খবর গিজমোচায়না।

টেসলা চায়নার একজন মুখপাত্র এ কথা জানান। তিনি বলেন, প্রতিষ্ঠানটি যদি চীনের মূল ভূখণ্ডে তাদের পণ্য উৎপাদন করতে ও ব্যবসা পরিচালনা করতে চায়, তাহলে প্রচলিত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। অধিকন্তু এ অঞ্চলে প্রতিষ্ঠানটির মডেল ৩ ও মডেল ওয়াইসহ সব ধরনের বৈদ্যুতিক গাড়ির উৎপাদন ও বিক্রি চীনের নীতিমালা অনুসারে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পরিচালনা করতে হবে। মুখপাত্র আরো বলেন, স্টারলিংক ও এর সহায়ক সরঞ্জাম ইনস্টল করা হবে না।

স্টারলিংক মূলত টেসলার মালিক ও মার্কিন ধনকুবের ইলোন মাস্কের ইন্টারনেট সেবা পরিষেবা প্রতিষ্ঠান। পৃথিবীর নিম্ন কক্ষে স্যাটেলাইট স্থাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটি সমগ্র বিশ্বে গতিশীল ইন্টারনেট সেবার বিস্তারে কাজ করছে। বৈশ্বিক পর্যায়ে সেবা প্রদানের আগে প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশে তাদের পরীক্ষা চালাচ্ছে। এসব দেশের মধ্যে ভারতও রয়েছে। প্রতিষ্ঠানটি সেখানকার প্রত্যন্ত অঞ্চলে তাদের সেবা পৌঁছে দিতে কাজ করছে।

 

উল্লেখ্য, ইন্টারনেটের নতুন পরিষেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি লেজার রশ্মিভিত্তিক স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে গ্রাউন্ড স্টেশনের ওপর নির্ভরতা কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছে। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি পৃথিবীর নিম্নকক্ষে ১ হাজার ৫০০টি স্যাটেলাইট স্থাপন করেছে এবং এর পরিমাণ বাড়াতে কাজ করে যাচ্ছে।

The post চীনে স্টারলিংকের সেবা দেবে না টেসলা appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments