দুটি মিনি স্মার্টফোন আনতে যাচ্ছে শাওমি!

আগামী কয়েক দিনের মধ্যে বেশ কয়েকটি মডেলের স্মার্টফোন আনতে যাচ্ছে শাওমি ও রেডমি। অনেক ফোনের মডেল নিশ্চিত হলেও কয়েকটি নিশ্চিত হয়নি। বেশ কয়েকটি সূত্র বলছে, অন্তত দুটি মিনি স্মার্টফোন উন্মোচন করতে পারে চীনা স্মার্টফোন বিক্রেতা জায়ান্টটি। খবর গিজমোচায়না।

অ্যাপল যখন আইফোন ১২ মিনি নিয়ে আসছিল, তখন থেকেই মিনি ফোন নিয়ে আসার চেষ্টা করছিল শাওমি। তবে জেনফোন ৮ স্মার্টফোন মিনি নিয়ে আসার মাধ্যমে শাওমিকে পিছে ফেলে দেয় আসুস। তার প্রায় এক বছর বাদে স্মার্টফোন মিনি আনতে যাচ্ছে শাওমি।

অসমর্থিত সূত্রের বরাতে জানা গেছে, এল৩ ও এল৩এ নামে বহুল কাঙ্ক্ষিত দুটি মিনি স্মার্টফোন আসছে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট ব্যবহূত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ৬ দশমিক ৩ ইঞ্চির দুটি মিনি স্মার্টফোন ডিসপ্লে থাকতে পারে।

The post দুটি মিনি স্মার্টফোন আনতে যাচ্ছে শাওমি! appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments