শাওমি মোবাইল ২০২১ সালের ব্যবসা সফল মোবাইল।এই বছরে তারা অনেক রকম ফিচার নিয়ে হাজির হয়েছে।এবারে তারা লাঞ্চ করেছে শাওমি রেডমি নোট ১১ প্রো ম্যাক্স লঞ্চ হয়েছে । ফোনটি পাওয়া যাচ্ছে ২ টি ভেরিয়েন্ট এ। ১০৮ মেগা পিক্সেলের মেইন সেনসর ক্যামেরা,১৬ মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা ও ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার এর নন রিমুভেবল হিউজ ব্যাটারি ।
প্রথমেই কথা বলি ফোনটির ডিসপ্লে এবং বডি নিয়ে:
এতে থাকছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। এর এসপেক্ট রেশিও হলো ২০:৯। এর রেজুলেশন হলো ১০৮০*২৪০০ পিক্সেল এর। এই ফোনটির পিপিআই ডেনসিটি হল ৩৮৭। এর ওজন হচ্ছে ২০৪ গ্রাম। এছাড়াও এতে রয়েছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা। এর বডি ডাইমেনশন হচ্ছে ১৬৩.৭*৭৬.২*৮.৩ মিলিমিটার এর।
এবারে কথা বলি ফোনটির হার্ডওয়্যার নিয়ে:
অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১১। চিপসেট হিসেবে এতে থাকছে মিডিয়াটেক ডায়মনসিটি ৯২০ ৫জি যা ৬ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। জিপিইউ হিসেবে এতে থাকছে মালী জি ৭৬ এম সি ৪। ফোনটি পাওয়া যাচ্ছে ২টি ভেরিয়েন্ট। একটি হল ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজে সাথে ৬ জিবি রেম এবং আরেকটি হলো ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজে সাথে ৮ জিবি রেম ।
এবারে কথা বলি ফোনটির ক্যামেরা নিয়ে
এই ফোনের ব্যাক সাইডে থাকছে ১০৮ মেগা পিক্সেলের মেইন সেন্সর ক্যামেরা,৮ মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,৫ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেনসর ক্যামেরা ।আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ১৬ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।
এবারে কথা বলি ফোনটির ব্যাটারি -চার্জার এবং কালার নিয়ে:
এই ফোনে থাকছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার এর নন রিমুভেবল হিউজ ব্যাটারি। আর সঙ্গে থাকছে ১২০ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার।এতে লাউড স্পিকার এর পাশাপাশি থাকছে ৩.৫৫ এম এম হেডফোন জ্যাক।ফোনটি পাওয়া মাত্র তিনটি কালার ভেরিয়েন্ট এ । একটি হলো ব্লাক ,আরেকটি গ্রীন এবং আরেকটি হলো পার্পল কালার।
সবশেষে কথা বলি ফোনটির দাম এর বিষয়ে: এই ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় ৩০০০০ টাকা।
The post শাওমি রেডমি নোট ১১ প্রো ম্যাক্স বড় ডিসপ্লের পারফেক্ট ফোন appeared first on Techzoom.TV.
0 Comments