২৩ ডলারের .co ডোমেইন মাত্র ২.৯৮ ডলারে তাও Namecheap থেকে

আমরা সবাই জানি .co ডোমেইন হচ্ছে com একটি বহুল জনপ্রিয় টপ লেভেল ডোমেইন এবং ব্লগিং, র‍্যাংকিং, এডসেন্স এর জন্য উপযোগী টপ লেভেল ডোমেইন। মূলত এই ডোমেইনের রেগুলার মূল্য ২৩ ডলার। কিন্তু প্রায়ই অফার থাকে তাই ৮-১০ ডলারে পাওয়া যায়। কিন্তু আগামী ৪ দিন .co ডোমেইন পাচ্ছেন ২৫০ টাকার কমে মানে ৩ ডলারের কমে। এর জন্য আপনাকে একটি স্পেশাল কুপন ব্যবহার করতে হবে।

আমি আজকে ২ টি .co ডোমেইন কিনেছি এই দামে। তাই আমি আপনাদের সাথে সেয়ার করছি কিভাবে কি করতে হয় আর কুপন দিয়ে কিভাবে দাম কমাবেন।

তার জন্য আমি আমার পছন্দের ২ টি ডোমেইন সিলেক্ট করে নিলাম। দেখুন ১৬ ডলারের মতো দেখাচ্ছে এবং প্রতিট ডোমেইন এর দাম ৮ ডলারের মতো দেখাচ্ছে।


এখন দেখুন সাবটোটাল ১৬ ডলারের মতো দেখাচ্ছে।

এখন স্ক্রিনশট এ দেওয়া কোপন দিলাম এবং সাথে সাথে দাম কমে ৫.৯৬ ডলার হয়ে গেল।

এবার সবকিছু ওকে করে পেমেন্ট করে দিলাম এবং আমার পেমেন্ট সম্পন্ন হওয়ায় পেমেন্ট রিসিট ও পেয়ে গেলাম।



আলহামদুলিল্লাহ সব ভালোভাবে কাজ শেষ। এখন আমি আমার দুইটা ডোমেইন এর এক্সেস পেয়ে গেলাম। স্ক্রিনশট এ দেখানো হলো।

আর যদি কেউ namecheap থেকে ডোমেইন নিতে চান কিন্তু ডলার পাচ্ছেন না, তবে আমাকে ইনবক্স করতে পারেন। খুব দ্রুততার সাথে নেইমচিপ একাউন্টে ডলার লোড করে দিতে পারব ইনশাআল্লাহ।

ফেইসবুক আমি Rayhan




Source link

The post ২৩ ডলারের .co ডোমেইন মাত্র ২.৯৮ ডলারে তাও Namecheap থেকে appeared first on shiblutricksbd.

Post a Comment

0 Comments