daraz এর 11.11 উপলক্ষ্যে বিকাশের মাধ্যমে DARAZ এ মোবাইল রিচার্জ করলেই পাচ্ছেন ২০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। একজন গ্রাহক সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন এবং অফার চলাকালীন সময় যতবার মোবাইল রিচার্জ জন্য পেমেন্ট করবে তত বার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন।
যখন ২০০ টাকা বেশি লিমিট পার হয়ে যাবে তখন মোবাইল রিচার্জ জন্য পেমেন্ট করলে আর ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন না।
অফারটি শুধু মাত্র ১১ নভেম্বর দিনব্যাপী চলবে (০০.০০টা থেকে ২৩.৫৯টা পর্যন্ত)।
যাদের দারাজ একাউন্ট নেই তারা আগে একাউন্ট খুলে নিবেন তার পর এখানে ক্লিক করুন
নিচের যে কোনো এক স্থানে ক্লিক করেন।
তার পর যে নাম্বারে মোবাইল রিচার্জ করবে তা দিয়ে দিন।
তার পর দারাজ এ আপনার বিকাশ একাউন্ট যোগ করে নিন। আমার করা আছে তাই আর লাগলো না।
তার পর আপনার বিকাশ একাউন্ট এর পিন দিয়ে পেমেন্ট নিশ্চিত করে নিন।
তার পর পেমেন্ট সম্পর্ণ হলে সাথে সাথে ২০% ক্যাশব্যাক ইনস্ট্যান্ট পেয়ে যাবেন বিকাশ একাউন্ট এ.!!
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!
নতুন বিকাশ একাউন্ট খুলে ১৫০ টাকা বোনাস নিয়ে নিন
বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন
টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল
ধন্যবাদ
The post [Hot] দারাজ থেকে মোবাইল রিচার্জ করে বিকাশ দিয়ে পেমেন্ট করে ২০০ টাকা ক্যাশব্যাক নিয়ে নিন সবাই.!! appeared first on shiblutricksbd.



0 Comments