নতুন বছরে ম্যাজিক ফোল্ড স্মার্টফোন আনবে অনর

হুয়াওয়ের কাছ থেকে আলাদা হওয়ার পর থেকে এখন পর্যন্ত বেশকিছু স্মার্টফোন বাজারে এনেছে অনর। প্রিমিয়াম ডিভাইসের পর এবার ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে আগামী বছর ফাইভজি প্রযুক্তির ম্যাজিক ফোল্ড স্মার্টফোন আনতে পারে প্রতিষ্ঠানটি। খবর গিজমোচায়না।

কয়েক মাস ধরে বাজারে অনরের ফোল্ডেবল স্মার্টফোন উন্মুক্তের বিষয়ে গুঞ্জন চলছে। সম্প্রতি অনর ম্যাজিক ফোল্ড স্মার্টফোনের তথ্য অনলাইনে প্রকাশ পেয়েছে। ডিজাইনের দিক থেকে নতুন ফোল্ডেবল স্মার্টফোনটি স্যামসাং গ্যালক্সি জে ফোল্ড সিরিজের অনুরূপ। প্রতিষ্ঠানটি আরো একটি ফোল্ডেবল স্মার্টফোন আনার ব্যাপারে কাজ করছে, যেখানে ক্ল্যামশেলের ফর্ম ফ্যাক্টর থাকতে পারে বলে জানা গেছে।

অনরের সাম্প্রতিক ট্রেডমার্ক ফাইলিংয়ের তথ্যানুযায়ী, ম্যাজিক ফোল্ডের পাশাপাশি প্রতিষ্ঠানটি ম্যাজিক উইং স্মার্টফোন উন্মুক্তের বিষয়েও কাজ করছে বলে জানা গেছে। বাজারে আসার পর স্মার্টফোনগুলো স্যামসাং, হুয়াওয়েসহ অন্য ব্র্যান্ডের স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতা করবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

 

নতুন ফোল্ডেবল স্মার্টফোন উন্মুক্তের মাধ্যমে চীনে অনর তাদের বাজার বাড়াতে পারবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ১৫ শতাংশ বাজার নিয়ে প্রতিষ্ঠানটি এরই মধ্যে দেশটির তৃতীয় বৃহত্তম স্মার্টফোন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

The post নতুন বছরে ম্যাজিক ফোল্ড স্মার্টফোন আনবে অনর appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments