জেডটিই ব্লেড এ৭১ঃ একনজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন

জেডটিই মোবাইল দীর্ঘ দিন পরে আবার নতুন একটি ফোন নিয়ে আসছে আমাদের মাঝে এবং সেই ফোনটি হচ্ছে জেড টি ই ব্লেড এ৭১। এটি একটি লো বাজেটের ফোন হতে চলেছে। মোবাইলটিতে দেওয়া হয়েছে সব রকম সুযোগ সুবিধা। যারা একটু লো বাজেটের মধ্যে ভালমানের ফোন খুঁজছেন তাদের জন্য এটি খুব উপযোগী হবে। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।

ডিসপ্লেঃ
জেড টি ই ব্লেড এ৭১ মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৫২ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ৭২০X১৬০০ পিক্সেল। উক্ত মোবাইলটির পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ২৬৯।

বডিঃ
এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। এই ফোনটিতে সিঙ্গেল ও ডুয়েল উভয় সিম ব্যবহার করা যাবে এবং সিমগুলো হবে ন্যানো সিম। উক্ত মোবাইলটির আয়তন হবে ১৬৫.২X৭৫.২X৮.২ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ১৮০ গ্রাম।

হার্ডওয়্যার:
জেড টি ই ব্লেড এ৭১ ফোনটির চিপসেট দেওয়া হয়েছে ইউনিসক এস সি ৯৮৬৩ এ অক্টাকোর প্রসেসর। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে আই এম জি ৮৩৮২। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ফোন স্টোরেজ। এই ফোনটিতে দেওয়া অ্যান্ড্রোয়িড ভার্সন ১১। ৪ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৪.২, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। জেড টি ই ব্লেড এ৭১ মোবাইলটিতে দেওয়া হয়েছে ৪,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারী। ব্যাটারীটি ভালই ব্যাকআপ দিবে। হার্ডওয়্যার সেকশনটি এখানে দুর্দান্ত দেওয়া হয়েছে। আমার কাছে খুব ভাল লেগেছে।

ক্যামেরাঃ
জেড টি ই ব্লেড এ৭১ তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ১৬ মেগাপিক্সেলের ওয়াইড, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও অপরটি হবে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের। উক্ত ক্যামেরা গুলোতে থাকবে এইচ ডি আর, পোরট্রেইট মোড, প্যানোরামা এর সুবিধা। প্রত্যেক ক্যামেরাতেই দেওয়া হয়েছে ১০৮০ পি ৩০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। মূল্য অনুযায়ী ক্যামেরা সেকশনটি বেশ ভাল দেওয়া হয়েছে এখানে।

মূল্যঃ
জেড টি ই ব্লেড এ৭১ মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ১০,২৯৫ টাকা। নীল, ধূসর এবং সবুজ রং এ পাওয়া যাবে ফোনটি। ফোনটি আমার কাছে খুব ভাল লেগেছে।

The post জেডটিই ব্লেড এ৭১ঃ একনজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments