গুগল ফটোজের লকড ফোল্ডার ফিচার আইওএস ও অন্যান্য অ্যানড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর আগে এ সুবিধা শুধু পিক্সেল ফোনেই ছিল।
চলতি বছরের জুনে ফিচারটি আনার ঘোষণা দিয়েছিল গুগল। ২০২১ সালের শেষ নাগাদ আইওএস ও অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে ফিচারটি চালুর আশ্বাস দিয়েছিল প্রতিষ্ঠাটি। তারা সেই কথাই রেখেছে। খবর গ্যাজেটস নাউ
গুগল ফটোজের লকড ফোল্ডার ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা যেসব ছবি-ভিডিও অন্যদের দেখাতে চান না, সেগুলো আড়াল করতে পারবেন। এটি পাসওয়ার্ড প্রটেক্টেড একটি স্টোরেজ, যেখানে ছবিগুলো নিরাপদে সংরক্ষণ করা যাবে।
লকড ফোল্ডারে যেসব ছবি-ভিডিও রাখা হবে সেগুলো ব্যাকআপ হবে না, শেয়ারও করা যাবে না। একজন ব্যবহারকারী লাইব্রেরির ট্যাব অপশন থেকে ইউটিলিটিজে প্রবেশ করে লকড ফোল্ডারে সংরক্ষিত ছবি-ভিডিও দেখতে পারবেন।
অ্যানড্রয়েড পুলিশ সর্বপ্রথম ফিচারটি ব্যবহারের বিষয়টি দেখতে পায়। প্রতিষ্ঠানটি স্যামসাং গ্যালাক্সি এ৫২-এর একটি স্ক্রিনশট শেয়ার করেছে। যেখানে ব্যবহারকারীদের নতুন ফিচারের বিষয়ে নোটিফিকেশন পাঠাতে দেখা গেছে। নোটিফিকেশন সোয়াইপ আপ করার পর পরই ব্যবহারকারীরা গুগল ফটোজের লকড ফোল্ডার ফিচারে প্রবেশ করতে পারছিলেন।
The post গুগল ফটোজে এলো লকড ফোল্ডার সুবিধা appeared first on Techzoom.TV.

0 Comments