প্যাকম্যান আসছে ফেসবুকে

আগামী দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও মাল্টি প্লেয়ার ক্ল্যাসিক গেম প্যাকম্যান খেলা যাবে। আর, এটি চলতি মাসেই এ সুযোগ পেতে যাচ্ছেন ফেসবুক ব্যবহারকারীরা।

মাল্টি-প্লেয়ার মুডে খেলার ব্যবস্থা নিয়ে গেমটি ফেসবুকের জন্য নতুনভাবে সাজানো হয়েছে গেমটি। গেমটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে একজনের সঙ্গে আরও তিনজন মিলে খেলতে পারে।

গেমের ভেতরে ভূতের কাছে থেকে নিজেদের রক্ষা করতে হয়। সেই সঙ্গে প্রত্যেকের জন্য আলাদা স্কোরিংয়ের ব্যবস্থা রয়েছে। বন্ধুদের সঙ্গে নিজস্ব রুম তৈরি করে খেলার সুযোগ মেলে এই গেমে। ফেসবুক গেম স্ট্রিমার ফিচারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার ব্যবস্থা রয়েছে।

যদি ব্যবহারকারী প্যাকম্যানের গোলকধাঁধায় আটকে যায়, তারও সমাধান আছে। কেউ চাইলে নিজের মতো লেভেল বানিয়ে নিতে পারবে।

এ ছাড়া সম্পূর্ণ ক্ল্যাসিক সংস্করণ খেলতে চাইলে তাও পারা যাবে। করা যাবে লাইভ স্ট্রিমিং। এরই মধ্যে ফেসবুকে প্যাকম্যান কমিউনিটি করে অভিষেক ম্যাচের প্রস্তুতিও শেষ হয়েছে।

আগামী ২৫-২৭ জানুয়ারি গেমবিট-ফেসবুক গেমিং সামিটে ম্যাচটির উদ্বোধন করবেন মার্ক জাকারবার্গ।

The post প্যাকম্যান আসছে ফেসবুকে appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments