বহারকারীদের আরো শক্তিশালী ব্রাউজার প্রদানে আপডেটের মাধ্যমে ফায়ারফক্সে নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে মজিলা। ফায়ারফক্সের ৯৫ ভার্সনের মাধ্যমে ডাবড আরএলবক্স নামে এটি চালু করা হবে। ডাবড আরএলবক্স হচ্ছে একটি স্যান্ডবক্সিং টুল। ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো বিশ্ববিদ্যালয় ও টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্মিলিতভাবে এটি তৈরি করেছে মজিলা। নতুন পদ্ধতিতে ব্যবহারকারীরা দুটি সুবিধা পাবেন। প্রথমত, এটি কোডগুলোকে প্রোগ্রামের বিভিন্ন জায়গায় প্রবেশে বিরত রাখবে এবং সিস্টেম মেমোরির নির্দিষ্ট অংশে প্রবেশে বাধা দেবে। এনগ্যাজেট
The post ফায়ারফক্স ব্রাউজারের সুরক্ষা বাড়িয়েছে মজিলা appeared first on Techzoom.TV.

0 Comments