রোলেবল ডিসপ্লের স্মার্টফোন উৎপাদনে ভিভোর পেটেন্ট

অপোর এক্স ২০২১ রোলেবল স্মার্টফোনের মতো বর্ধনযোগ্য ডিসপ্লের স্মার্টফোন উৎপাদনে কাজ করছে ভিভো। এ লক্ষ্যে একটি পেটেন্ট আবেদনও করেছে প্রতিষ্ঠানটি। খবর ইটি টেলিকম।

সম্প্রতি প্রতিষ্ঠানটির পেটেন্ট ও স্মার্টফোনটির ডিজাইন-সংক্রান্ত দুটি ছবি প্রকাশিত হয়েছে বলে গিজমোচায়নার প্রতিবেদন সূত্রে জানা গেছে। পেটেন্ট ড্রইংয়ের তথ্যানুযায়ী, নতুন ডিজাইনের স্মার্টফোনটিতে বর্ধনযোগ্য একটি ডিসপ্লে থাকবে। প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারীরা ফোনের ডান পাশ থেকে ডিসপ্লে বড় করে নিতে পারবেন।

স্মার্টফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে পারে। ডিসপ্লে বড় করা হলে ক্যামেরা মডিউলটি ফোনের বাম পাশে দেখা যাবে। স্মার্টফোনের ওপরে স্পিকার গ্রিল ও ডান পাশে ইউএসবি টাইপ-সি পোর্ট থাকতে পারে। এ স্মার্টফোনের পাশাপাশি ডিটাচেবল আন্ডার ডিসপ্লে ক্যামেরা মডিউলের পেটেন্টও করেছে প্রতিষ্ঠানটি। ক্যামেরা মডিউলটি স্মার্টফোনের যেকোনো এক কোণে অবস্থান করবে। দৃশ্যমান কোনো মডিউল ছাড়া এটি স্মার্টফোনের বডির সঙ্গে চলমান থাকবে।

 

এ মডিউল যুক্ত বা ছাড়া অবস্থায় স্মার্টফোনটি ব্যবহারকারীদের ফুল ফ্রন্ট ডিসপ্লে ব্যবহারের অভিজ্ঞতা দেবে। বর্তমানে বাজারে আন্ডার ডিসপ্লে ক্যামেরা ইউনিটের স্মার্টফোন রয়েছে। তবে ভিভোর পেটেন্টের তথ্যানুযায়ী ব্যবহারকারীরা মডিউলটি অপসারণ করতে পারবে বলে জানা গেছে।

The post রোলেবল ডিসপ্লের স্মার্টফোন উৎপাদনে ভিভোর পেটেন্ট appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments