গেম ডেভেলপার প্রতিষ্ঠান ভ্যালকেরি এন্টারটেইনমেন্টকে কেনার ঘোষণা দিয়েছে সনি। ভ্যালকেরি জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজি ‘গড অব ওয়ার’-এর নির্মাতাপ্রতিষ্ঠান। ২০০২ সাল থেকে এ পর্যন্ত এক শটির বেশি গেমে কাজ করেছে তারা।
মূলত গেমিং খাতে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করার জন্য এই উদ্যোগ নিয়েছে সনি। তবে এই অধিগ্রহণে কী পরিমাণ খরচ হতে যাচ্ছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি সনি কিংবা ভ্যালকেরি। ২০২০ সালে লকডাউন শুরু হওয়ার পর থেকেই বিশ্বব্যাপী গেমের চাহিদা বেড়ে গেছে। সেই চাহিদাকে কাজে লাগাতে গেমিং সেবায় নজর দিচ্ছে সনি। এ বছরেই চারটি গেম ডেভেলপার প্রতিষ্ঠান কিনেছে সনি। এসবের মধ্যে আছে নিক্সেস সফটওয়্যার, হাউজমার্ক, ব্লুপয়েন্ট গেমস ও ফায়ারস্প্রাইট।
সূত্র : এনগ্যাজেট
The post গড অব ওয়ারের নির্মাতা প্রতিষ্ঠান কিনছে সনি appeared first on Techzoom.TV.

0 Comments