অ্যান্ড্রয়েড ১২ ভার্সনে অ্যাপস্টোরের সমস্যা সমাধানে কাজ শুরু করেছে অ্যামাজন। এক মাস ধরে গুগল পিক্সেল ও স্যামসাং গ্যালাক্সি এস২১ ব্যবহারকারীরা অ্যাপস্টোর ব্যবহারে সমস্যার বিষয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন। খবর এনগ্যাজেট।
অধিকাংশ ব্যবহারকারী জানান, অ্যামাজন থেকে ডাউনলোড করার পর তারা অ্যাপস্টোর ব্যবহার করতে পারছেন না। কারো অভিযোগ মার্কেটপ্লেসে যাওয়ার পর তারা কোনো অ্যাপই দেখতে পান না। অ্যামাজন ফোরামের এক পোস্ট সূত্রে জানা যায়, অ্যান্ড্রয়েড ১২ ইনস্টল করার পর থেকেই ব্যবহারকারীরা এ সমস্যার সম্মুখীন হচ্ছেন।
ফোরামে একজন ব্যবহারকারী অভিযোগ জানিয়ে বলেন, রেইন রাডার অ্যাপ ভালোভাবে কাজ করলেও অ্যাপস্টোরের সমস্যার কারণে এটি ফুল স্ক্রিনে কাজ করছে না। কবে নাগাদ সমস্যার সমাধান হবে, সে বিষয়ে অ্যামাজন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে অ্যাপস্টোরের ওপরে একটি নোটিস যুক্ত করে দিয়েছে প্রতিষ্ঠানটি। সেখানে প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়েড ১২-এর বিষয়ে তাদের উদ্দীপনার বিষয়টি প্রকাশ করেছে। পাশাপাশি কিছু সমস্যার বিষয়ে কাজ করার কথাও জানানো হয়েছে।
অ্যামাজনের বিল্ট ইন ডির্যাম ও গুগলের নতুন অপারেটিং সিস্টেমের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদরা। এ বিষয়ে অ্যামাজনের এক মুখপাত্র জানান, আমরা অ্যাপের সমস্যার বিষয়ে অবগত ও সমস্যা সমাধানে কাজ করছি।
The post অ্যাপস্টোরের সমস্যা নিয়ে কাজ করছে অ্যামাজন appeared first on Techzoom.TV.

0 Comments