নিজস্ব স্মার্টওয়াচ আনার বিষয়ে কয়েক বছর ধরেই গুগলকে নিয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছিল। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী আগামী বছর সত্যিই নিজস্ব ব্র্যান্ডের স্মার্টওয়াচ উন্মুক্ত করতে যাচ্ছে গুগল। খবর এনগ্যাজেট।
পিক্সেল ওয়াচ নাম নিয়ে আলোচনা চললেও সূত্রানুযায়ী স্মার্টওয়াচটির কোডনেম হবে রোহান। ফ্রেমবিহীন ওয়্যার অপারেটিং সিস্টেম পরিচালিত ডিভাইসটির ডিসপ্লে গোলাকার হবে। বিশেষজ্ঞরা বলছেন, রোহান বাজারে আনা হলে স্যামসাংয়ের গ্যালাক্সি ফোর স্মার্টওয়াচ প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে যাবে।
অন্যান্য সাধারণ স্মার্টওয়াচের মতো হার্ট রেট সেন্সর ও স্বাভাবিক ব্যাটারি ক্ষমতাসম্পন্ন হবে রোহান। সূত্রমতে, প্রচলিত রিস্ট ব্যান্ডের বদলে এ স্মার্টওয়াচে গুগল নামাঙ্কিত স্ট্র্যাপ থাকবে। এছাড়া নাইটলাইট নামে ফিটবিটের মতো ফিচার থাকবে স্মার্টওয়াচটিতে। দ্য ভার্জের তথ্যানুযায়ী, ফিটবিটের থেকে তুলনামূলক বেশি দাম হবে রোহানের। গুগলের নতুন স্মার্টওয়াচটি অ্যাপল ওয়াচের বড় প্রতিযোগী হিসেবে আবির্ভূত হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
গ্যাজেটপ্রেমীদের কাছে এখনো অ্যাপলের স্মার্টওয়াচ বেশ জনপ্রিয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গুগলের অফিশিয়াল স্মার্টওয়াচটি কোনো নতুন মাত্রা যোগ না করলেও নিঃসন্দেহে বাজারের অন্যান্য নির্মাতা প্রতিষ্ঠানের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
The post স্মার্টওয়াচ আনবে গুগল appeared first on Techzoom.TV.

0 Comments