অ্যালেক্সার শনাক্তকরণ দক্ষতা বাড়িয়েছে অ্যামাজন

ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি অ্যালেক্সার শব্দ শনাক্তকরণ দক্ষতা বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন। পাশাপাশি নতুন কিছু ফিচার যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। খবর ডেক্কান হেরাল্ড।

অ্যান্ড্রয়েড সেন্ট্রালের তথ্যানুযায়ী, অ্যালেক্সা এখন পানির শব্দের পাশাপাশি গৃহস্থালি পণ্যের বিপিং শব্দও শনাক্ত করতে সক্ষম। অর্থাৎ এখন থেকে ব্যবহারকারীরা গৃহস্থালি যেকোনো ডিভাইস ব্যবহারে আরো উন্নত অভিজ্ঞতা পাবেন। বিশেষ করে নির্ধারিত সময় শেষে ওয়াশিং মেশিনের শব্দ অ্যালেক্সা শনাক্ত করতে পারবে। যদি বাসায় কোনো পানির কল ছাড়া থাকে তাহলে অ্যালেক্সা যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যবহারকারীদের কাছে নোটিফিকেশন পাঠাবে। সেপ্টেম্বর ইভেন্টে অ্যামাজন জানিয়েছিল যে শিগগিরই প্রতিষ্ঠানটি অ্যালেক্সায় কাস্টম সাউন্ড শনাক্তের ফিচার চালু করবে। তবে নতুন ফিচারটি এখনো আনতে পারেনি প্রতিষ্ঠানটি। প্রতিবেদনের তথ্যানুযায়ী, নতুন দুটি শব্দ শনাক্তকরণ সক্ষমতা শুধু বিদ্যুৎ খরচই বাঁচাবে না, পাশাপাশি ঘরে থাকা অন্যান্য ডিভাইসে অপ্রয়োজনীয় চার্জ প্রদানের হার কমাবে।

The post অ্যালেক্সার শনাক্তকরণ দক্ষতা বাড়িয়েছে অ্যামাজন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments